টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের জনজীবন

টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের জনজীবন। বিভিন্ন রাস্তায় ইতিমধ্যেই জল জমেছে। কমে গিয়েছে গাড়ির গতি। আর এর ফলেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে দেখা দিয়েছে যানজট। বিশেষ করে থানে এবং রায়গড়ের মধ্যে সংযোগকারী ইস্টার্ন এবং ওয়েস্টার্ন এক্সপ্রেসওয়েতে যানজটের কারণে দেখা দিয়েছে সমস্যা।

Updated By: Sep 22, 2016, 10:52 AM IST
টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের জনজীবন

ওয়েব ডেস্ক : টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের জনজীবন। বিভিন্ন রাস্তায় ইতিমধ্যেই জল জমেছে। কমে গিয়েছে গাড়ির গতি। আর এর ফলেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে দেখা দিয়েছে যানজট। বিশেষ করে থানে এবং রায়গড়ের মধ্যে সংযোগকারী ইস্টার্ন এবং ওয়েস্টার্ন এক্সপ্রেসওয়েতে যানজটের কারণে দেখা দিয়েছে সমস্যা।

আরও পড়ুন- রাষ্ট্রসংঘে শরিফের ভাষণের কড়া সমালোচনায় ভারত

বৃষ্টি না থামায় আজও থানে এবং পলঘরে অধিকাংশ বেসরকারি স্কুলই বন্ধ। গত ২৪ ঘণ্টায় বাণিজ্যনগরীর গড় বৃষ্টিপাত একশো আশি মিলিমিটার। এছাড়া রায়গড়, রত্নগিরি, জলগাঁও, মহাবালেশ্বর, অমরাবতিতেও ভারি বৃষ্টি হয়েছে। রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে এই দুযোর্গেও সুখবর একটাই, সব লেক জলে ভরে যাওয়ায় মুম্বইবাসীর পানীয় জলের সঙ্কট কাটবে বলেই মনে করা হচ্ছে।

 

 

.