'হ্যালো ফ্র্যান্ডস, জুস পিলো', ফিরে এলেন ভাইরাল মহিলা!

সামাজিক যোগাযোগ মাধ্যমের সৌজন্যে ভাইরাল আম আদমি। 

Updated By: Jun 15, 2018, 11:06 PM IST
'হ্যালো ফ্র্যান্ডস, জুস পিলো', ফিরে এলেন ভাইরাল মহিলা!

নিজস্ব প্রতিবেদন: 'হ্যালো ফ্র্যান্ডস, চায় পিলো ফ্র্যান্ডস'- ইন্টারনেটে ঝড় তুলেছে এক গৃহবধূর এই ভিডিও। এবার তিনি বন্ধুদের জন্য বাড়িয়ে দিচ্ছেন প্যাকেটজাত ফলের রস। ফের একবার ভাইরাল হয়েছে ব্লগার সোমবতী মাহাবারের ভিডিও। এই ভিডিও তিনি বলছেন, ''হ্যালো ফ্র্যান্ডস, জুস পিলো।'' 

দিন কয়েক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে চা খেতে খেতে ভিডিও দেন সোমবতী। তারপরই রাতারাতি ভাইরাল হয় তাঁর ভিডিও। নিয়মিত ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেন তিনি। বোল্ড স্কাই ডট কমের দাবি, ৪০০টির বেশি ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট করেছেন সোমবতী। তাঁর বন্ধুর সংখ্যা ৯ হাজারেরও বেশি। জনপ্রিয়তায় বলিউডি সেলেবদের টক্কর দিচ্ছেন সোমবতী মাহাবার। 

সামাজিক যোগাযোগ মাধ্যমের সৌজন্যে ইতিমধ্যেই পরিচিতি পেয়েছেন ধিনচ্যাক পূজা, প্রিয়াপ্রকাশ ভারিয়ার এবং অতিসম্প্রতি মধ্যপ্রদেশের 'ডান্সিং আঙ্কলের' মতো অনেকেই। আসমুদ্রহিমাচল এখন চেনে তাঁদের। হঠাত্ করে ভাইরাল হয়ে গিয়েছেন তাঁরা।   

আরও পড়ুন- ২৬.৪ কোটি টাকায় বিকোল তৈয়বের 'কালী'                      

.