ট্রাফিক আইন মানলে প্রাণ যেত না সোনামের, টুইটে মৃত শিশুর বাবাকে দুষলেন হেমা
ট্রাফিক আইন মেনে গাড়ি চালাননি মৃত শিশুর বাবা। তাই দুর্ঘটনাটি ঘটে এবং প্রাণ হারাতে হয়েছে হনুমান মহারাজের চার বছরের কন্যা সোনমকে। টুইটে এই প্রতিক্রিয়া জানিয়েছেন ড্রিমগার্ল হেমা মালিনী। দুর্ঘটনায় শিশুর মৃত্যুর জন্য আমার মন ব্যথিত। যারা এই দুর্ঘটনায় আহত হয়েছেন তাদের জন্যও আমার হৃদয় উদ্বেলিত।
ওয়েব ডেস্ক: ট্রাফিক আইন মেনে গাড়ি চালাননি মৃত শিশুর বাবা। তাই দুর্ঘটনাটি ঘটে এবং প্রাণ হারাতে হয়েছে হনুমান মহারাজের চার বছরের কন্যা সোনমকে। টুইটে এই প্রতিক্রিয়া জানিয়েছেন ড্রিমগার্ল হেমা মালিনী। দুর্ঘটনায় শিশুর মৃত্যুর জন্য আমার মন ব্যথিত। যারা এই দুর্ঘটনায় আহত হয়েছেন তাদের জন্যও আমার হৃদয় উদ্বেলিত।
(Contd) How I wish the girl's father had followed the traffic rules - thn this accident could have been averted & the lil one's life safe!
— Hema Malini (@dreamgirlhema) July 8, 2015
অবশ্য এর আগে দৌসা গাড়ি দুর্ঘটনা নিয়ে বিতর্ক তৈরি করেছিলেন মৃত শিশুর বাবা হনুমান মহারাজ। তিনি বলেন, সাংসদ অভিনেত্রী হেমা মালিনীর দেখভাল করার চক্করে তাঁদের দিকে খেয়ালই দেয়নি প্রশাসন। হেমা মালিনীকে যখন পাঁচতারা বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে তখন ওই গুরুতর আহত যাত্রীদের নিয়ে যাওয়া হয়েছে এসএমএস হাসপাতালে। দৌসার কোটয়ালি পুলিস স্টেশনে হেমা মালিনীর গাড়ির ড্রাইভারের বিরুদ্ধে অভিযোগ দায়েরও করেছিলেন তিনি। ওই অভিযোগের ভিত্তিতেই হেমা মালিনীর ড্রাইভার রমেশ চাঁদ ঠাকুরকে গ্রেফতার করেছে পুলিস।
এরপর জয়পুর হাসপাতাল থেকে ছাড়া পান হেমা মালিনী। তাঁর মেয়ে এষা দেওয়ল জানান, দুর্ঘটনায় আহত পরিবারকে সবরকমভাবে সাহায্য করা হবে। হেমা মালিনীর বাড়ির সামনে সাংবাদিক বৈঠকে এষা আরও জানিয়েছিলেন আহত পরিবারের সাহায্য প্রসঙ্গে, তাঁর মা একজন নেত্রী হিসাবে সাহায্য করছেন না, মানবিক কারণেই পাশে রয়েছেন তিনি।