চূড়ান্ত সতর্কতা! দেশের তিন বিমানবন্দর থেকে প্লেন ছিনতাইয়ের হুমকি

মুম্বই, চেন্নাই ও হায়দরাবাদ। দেশের এই তিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পর পর ছিনতাই করা হবে বিমান। ইমেল মারফত দেওয়া হল হুমকি।

Updated By: Apr 16, 2017, 02:31 PM IST
চূড়ান্ত সতর্কতা! দেশের তিন বিমানবন্দর থেকে প্লেন ছিনতাইয়ের হুমকি

ওয়েব ডেস্ক : মুম্বই, চেন্নাই ও হায়দরাবাদ। দেশের এই তিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পর পর ছিনতাই করা হবে বিমান। ইমেল মারফত দেওয়া হল হুমকি।

সূত্রের খবর, মুম্বই পুলিশ কমিশনারের উদ্দেশে অজ্ঞাতপরিচয় এক মহিলার কাছ থেকে একটি ইমেল আসে। যেখানে ৬ জন 'জিহাদি' যুবককে সঙ্গে নিয়ে এই তিন বিমানবন্দরে প্লেন ছিনতাইয়ের পরিকল্পনার কথা জানানো হয়েছে। একইসঙ্গে বোমা মেরে বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

হুমকি মেল আসার পরই নিরাপত্তা ব্যবস্থা আঁটসাট করা হয়েছে মুম্বই, চেন্নাই ও হায়দরবাদ বিমানবন্দরে। স্নিফার ডগ নিয়ে বিমানবন্দরে টহল দিচ্ছে CISF জওয়ানরা। চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে দেশের সবকটি বড় বিমানবন্দরেই। কোথা থেকে এই মেল পাঠানো হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা। নিয়ন্ত্রিত করা হয়েছে বিমানবন্দরে আগত মানুষদের প্রবেশ। কার্গো লাগেজ থেকে হ্যান্ড লাগেজ, খুঁটিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে।

আরও পড়ুন, আইসক্রিম ও ফলের রস বেচে মুখ্যমন্ত্রীর ছেলে 'ইনকাম' করল ৭.৫০ লাখ টাকা!

.