ইংরাজি গ্রামার শেখার জন্য এমন টিচারই দরকার!
টেনস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন....বাপরে কত্ত কিছু! স্কুল লাইফে ইংরাজি গ্রামার মানেই বেশ খটমট একটা ব্যাপার। এমনিই ব্যাকরণ ব্যাপারটা অতটাও সহজপাচ্য নয়। তার উপর যদি হয় সেটা কোনও বিদেশি ভাষার ব্যাকরণ শিক্ষা। তবে, হলপ করে বলা যায় আপনার স্কুলে যদি এরকম একজন টিচার থাকত, তাহলে গ্রামার ব্যাপারটা একদম জলভাত হয়ে যেত।
ওয়েব ডেস্ক : টেনস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন....বাপরে কত্ত কিছু! স্কুল লাইফে ইংরাজি গ্রামার মানেই বেশ খটমট একটা ব্যাপার। এমনিই ব্যাকরণ ব্যাপারটা অতটাও সহজপাচ্য নয়। তার উপর যদি হয় সেটা কোনও বিদেশি ভাষার ব্যাকরণ শিক্ষা। তবে, হলপ করে বলা যায় আপনার স্কুলে যদি এরকম একজন টিচার থাকত, তাহলে গ্রামার ব্যাপারটা একদম জলভাত হয়ে যেত।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আপলোড হতেই তা ভাইরাল। ভিউয়ার সংখ্যা বেড়েছে লাফিয়ে লাফিয়ে। হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার জোগাড়। ক্লাসরুমের শিশুরাও এমন টিচার পেয়ে মজায় মশগুল।