হিট অ্যান্ড মামলা: সলমনকে সনাক্ত করলেন দুই সাক্ষী

হিট অ্যান্ড রান কেসে আজ মুম্বই দায়রা আদালতে দুই ব্যক্তি সনাক্ত করলেন সলমনকে। গত সপ্তাহে এই মামলার নতুন করে সাক্ষ্যগ্রহণ ও শুনানি শুরু হয়েছে। এ দিন দুই বোনের সঙ্গে আদালতে আসেন সলমন। দোষী প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত কারাবাস হতে পারে সলমনের।

Updated By: May 6, 2014, 04:11 PM IST

হিট অ্যান্ড রান কেসে আজ মুম্বই দায়রা আদালতে দুই ব্যক্তি সনাক্ত করলেন সলমনকে। গত সপ্তাহে এই মামলার নতুন করে সাক্ষ্যগ্রহণ ও শুনানি শুরু হয়েছে। এ দিন দুই বোনের সঙ্গে আদালতে আসেন সলমন। দোষী প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত কারাবাস হতে পারে সলমনের।

এ দিন দুজন সাক্ষী আদালতে আসেন ২৮ সেপ্টেম্বর, ২০০২ সালে ঘটনাস্থলে সলমনের উপস্থিতির সাক্ষ্য দিতে। গত সপ্তাহে সাক্ষী সাম্বা গৌড়া আইনজীবী জগন্নাথ কেঞ্জলকরকে জানান, একটি বিশাল গাড়ি সেদিন ফুটপাথে ধাক্কা মেরেছিল। পুলিসের সঙ্গেই সেদিন তিনিও ঘটনাস্থলে পৌছেছিলেন। গাড়িটি একটি লন্ড্রির শাটারে সজোরে ধাক্কা মারে। গাড়ির কাঁচের টুকরো, নম্বর প্লেট ও অন্যান্য ভাঙা অংশ তিনি ঘটনাস্থলে পড়ে থাকতে দেখেন। সেইসব জিনিস পুলিস সিজ করে।

ঘটনার দিন রাতে বান্দ্রার একটি বেকারির বাইরের ফুটপাথে নিজের টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে সজোরে ধাক্কা মারার অভিযোগ রয়েছে সলমনের বিরুদ্ধে। ঘটনায় ১ ব্যক্তির মৃত্যু হয় ও ৪ জন গুরুতর জখম হন।

.