নিজস্ব প্রতিবেদন: ইনোভেশনের কোনও সীমা হয় না। কে কী ভাবে কোনও একটি কাজ করবেন, সেটা সম্পূর্ণ ভাবেই তাঁর ব্যাপার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অন্তত পারুল অরোরার কাণ্ডের পরে এ কথাই আরও জোর দিয়ে বলতে হচ্ছে। কী করেছেন পারুল? সাঙ্ঘাতিক কাণ্ড করেছেন। একা-একা দোল খেলেছেন, জিমন্যাস্টিকের ভঙ্গিতে দোল খেলেছেন।  



আরও পড়ুন: প্রেমে গদগদ! প্রেমিকার জন্য রাস্তায় যা করলেন প্রেমিক, প্রশাসনকে করতে হচ্ছে তদন্ত


স্বাভাবিক ভাবেই সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে, অনেকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অরোরার হোলি-ভিডিয়োটি শেয়ারও করেছে Instagram-ও। ভিডিয়োটিতে কিছু মিউজিকের সঙ্গে নানারকম কসরত দেখিয়েছেন অরোরা। সমস্ত কসরতই দোলের রঙ ছড়াবার লক্ষ্য়ে। অভাবনীয় ভঙ্গিতে রঙ খেলে জনপ্রিয় হয়ে উঠেছেন অরোরা। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে দারুণ চর্চা হচ্ছে।  Director-Choreographer Farah Khan পর্যন্ত এই ভিডিয়োটির প্রশংসা করেছেন। 


কেন এভাবে দোল খেলার কথা ভাবলেন অরোরা? 


আসলে করোনা-কালে তো শারীরিক দূরত্ব রক্ষা করতে হবে। তা হলে আর প্রথাগত ভাবে রং-খেলা কী ভাবে সম্ভব? তাই এই পরিকল্পনা অরোরার। 


আরও পড়ুন: সারাদেশের নানা জায়গায় রঙে রঙে রংমশাল জ্বলবে এই ক'দিন