প্রেমে গদগদ! প্রেমিকার জন্য রাস্তায় যা করলেন প্রেমিক, প্রশাসনকে করতে হচ্ছে তদন্ত

প্রায় ২ কিলোমিটার রাস্তা জুড়ে লিখে গিয়েছেন লভ লেটার।   

Updated By: Mar 26, 2021, 04:54 PM IST
প্রেমে গদগদ! প্রেমিকার জন্য রাস্তায় যা করলেন প্রেমিক, প্রশাসনকে করতে হচ্ছে তদন্ত

নিজস্ব প্রতিবেদন: প্রেমে আটখানা। প্রেমিকাকে  সারপ্রাইজ দিতে প্রেমিকের চমক। যা রীতিমত হইচই ফেলে দিয়েছে গোটা গ্রামে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের কোলহাপুরে। প্রায় ২ কিলোমিটার রাস্তা জুড়ে লিখে গিয়েছেন লভ লেটার।   

কোলহাপুর জেলার শিরোল তহসিলের ধরঙ্গুট্টি গ্রামের স্থানীয়রা সম্প্রতি সেই প্রেম প্রকাশের ধরণ দেখে অবাক হচ্ছেন। রাস্তা জুড়ে বিভিন্নভাবে প্রেমের দৃঢ়তাা বোঝাতে নানা কথা লেখা রয়েছে। যার মধ্যে রয়েছে  ‘I Love You’ এবং ‘I Miss You’, “I miss you. জিন্দেগীকে সাথ, জিন্দেগীকে বাদ ভি “

স্থানীয় খবরে বলা হয়েছে, সাদা অয়েল পেইন্ট ব্যবহার করে অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর প্রেম বার্তাগুলি জয়সিংপুর থেকে ধরঙ্গুট্টি রুটে প্রায় আড়াই কিলোমিটার জুড়ে লিখেছেন।

প্রেম প্রকাশের এই অদ্ভুত ধরণের ছবি এবং ভিডিওগুলি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসন পদক্ষেপ করছে। কে এই দিওয়ানা আশিক? খুঁজতে বসেছে তদন্ত কমিটি। 

.