সারাদেশের নানা জায়গায় রঙে রঙে রংমশাল জ্বলবে এই ক'দিন
|
Mar 28, 2021, 23:37 PM IST
1/7
হোলি ভারতের অনন্য এক উৎসব। সারাদেশে রঙের বন্যা বয়ে যায় এ সময়। এরই মধ্যে বিশেষ কিছু জায়গা হোলি খুবই বিশিষ্ট। যেমন মথুরা। এখানে হোলির সঙ্গে শ্রীকৃষ্ণের সম্পর্ক রয়েছে। এখানের দ্বারকাধীশ মন্দিরে হোলির দিন শ্রীকৃষ্ণের বিশেষ পুজোও হয়।
2/7
রং-উৎসব বিশিষ্ট জয়পুরেও। এক সময়ে এখানে হাতির পিঠে চেপে হোলি খেলার রেওয়াজ ছিল। এখানকার রাজপরিবারে হোলির বিশেষ মর্যাদা।
photos
TRENDING NOW
3/7
রাধার গ্রাম বরসানা। এই গ্রামে দারুণ হোলি। এ অঞ্চলে শ্রীকৃষ্ণের গ্রামের ছেলেদের এদিন লাঠিপেটা করেন রাধার গ্রামের মেয়েরা। একে বলে লাঠমারা হোলি।
4/7
অমৃতসরেও হোলির গুরুত্ব দারুণ। অমৃতসরে দু'টি স্বর্ণমন্দির। এর মধ্যে একটি মন্দির দুর্গার। সকাল থেকে বহু ভক্ত এই মন্দিরের হোলি-উৎসবে যোগ দেন।
5/7
বৃন্দাবনে মহাসমারোহে পালিত হয় হোলি। এখানকার বাঁকাবিহারী মন্দিরে, গোপীনাথ মন্দিরে বিরাট পুজো হয়। বৃন্দাবনের রং-উৎসব দেখতে দেশ বিদেশ থেকে মানুষ ভিড় জমান।
6/7
বারাণসীতেও হোলির বিশেষ মর্যাদা। এখানে ৫ দিন আগে থেকেই হোলি শুরু হয়ে যায়।
7/7
উদয়পুরে হোলি শুরু হয় হোলিকা দহন দিয়ে। হোলির আগের দিন সন্ধ্যায় এখানে আগুন জ্বালান স্থানীয় রাজপরিবারের সদস্যরা। এটা খুবই বড় উৎসব এখানে। পরদিন হোলিও পালিত হয় বিশেষ বর্ণময়তার সঙ্গে।