বিবেকানন্দের জন্মদিন পালন বেলুড় মঠে, শ্রদ্ধার্ঘ নিবেদন মোদী-মমতার
বেলুড় মঠে পালিত হল স্বামী বিবেকানন্দের ১৫৫ তম জন্মদিন ও ৩৩ তম যুব দিবস। ভোর থেকেই এদিন এই উপলক্ষ্যে বেলুড় মঠে নানা অনুষ্ঠানের আয়োজন হয়। চলে বিশেষ পূজা পাঠ। বিভিন্ন স্কুল কলেজ থেকে ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে অংশ নেন। অগণিত ভক্ত সমাগমে মুখরিত হয়ে ওঠে বেলুড় মঠ চত্বর।
ওয়েব ডেস্ক: বেলুড় মঠে পালিত হল স্বামী বিবেকানন্দের ১৫৫ তম জন্মদিন ও ৩৩ তম যুব দিবস। ভোর থেকেই এদিন এই উপলক্ষ্যে বেলুড় মঠে নানা অনুষ্ঠানের আয়োজন হয়। চলে বিশেষ পূজা পাঠ। বিভিন্ন স্কুল কলেজ থেকে ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে অংশ নেন। অগণিত ভক্ত সমাগমে মুখরিত হয়ে ওঠে বেলুড় মঠ চত্বর।
স্বামীজির ১৫৫তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
We offer salutations to the great Swami Vivekananda & remember his powerful thoughts & ideals that continue shaping the minds of generations pic.twitter.com/QRwOmqiLoW
— Narendra Modi (@narendramodi) January 12, 2017
Homage to Swami Vivekananda on his birth anniversary pic.twitter.com/m9yhSpKNrP
— Mamata Banerjee (@MamataOfficial) January 12, 2017
স্বামীজির জন্মদিন উপলক্ষে সকাল সকাল শহরে বেরিয়েছিল প্রভাত ফেরি। যুবদিবসে গড়িয়াহাটে ওয়ার্ড ম্যারাথনের সূচনা করেন সুব্রত মুখার্জি। যুব দিবসে পঞ্চায়েতমন্ত্রীর মুখে উঠে আসে ছাত্র আন্দোলনের কথা। তাঁর আক্ষেপ, এখন আর সেভাবে দানা বাঁধে না ছাত্র আন্দোলন।