বর্ধমান বিস্ফোরণ নিয়ে রাজনাথ সিংকে রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকের

বর্ধমানকাণ্ডে  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে  রিপোর্ট পাঠিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রিপোর্টে রাজ্যের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে। রিপোর্টে উল্লেখ, ঘটনার গুরুত্ব বুঝতেই ব্যর্থ হয়েছে রাজ্য। সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হয়নি।

Updated By: Oct 8, 2014, 04:22 PM IST
বর্ধমান বিস্ফোরণ নিয়ে রাজনাথ সিংকে রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকের
পিটিআই

নয়াদিল্লি: বর্ধমানকাণ্ডে  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে  রিপোর্ট পাঠিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রিপোর্টে রাজ্যের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে। রিপোর্টে উল্লেখ, ঘটনার গুরুত্ব বুঝতেই ব্যর্থ হয়েছে রাজ্য। সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হয়নি।

বর্ধমান কাণ্ডে পুলিসের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে রিপোর্টে। রাজ্য পুলিসের বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ারও অভিযোগ জানানো হয়েছে। পুলিসি বাধায় অনেক গুরুত্বপূর্ণ তথ্যই সংগ্রহ করা সম্ভব হয়নি বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

 

.