গড়কড়ির বাংলোয় আড়ি পাতা নিয়ে তদন্তের দাবি খারিজ

Updated By: Jul 28, 2014, 10:22 PM IST
গড়কড়ির বাংলোয় আড়ি পাতা নিয়ে তদন্তের দাবি খারিজ

নীতিন গড়কড়ির বাংলোয় আড়ি পাতা নিয়ে  তদন্তের দাবি খারিজ করল স্বরাষ্ট্র মন্ত্রক।  স্বরাষ্ট্র  প্রতিমন্ত্রী কিরেন রিজিজুর বক্তব্য, বাংলোয় আড়িপাতার যন্ত্র রয়েছে ,এমন অভিযোগকে যখন জল্পনা বলে খারিজ করে দিচ্ছেন স্বয়ং গড়করিই, তখন তা নিয়ে তদন্তে হতে পারে  কীভাবে?

সম্প্রতি সংবাদমাধ্যমে এই মর্মে রিপোর্ট প্রকাশিত হয় যে, তিনমূর্তি লেনের বাংলোয় গড়কড়ির শোওয়ার ঘরে অত্যাধুনিক আড়িপাতার যন্ত্র মিলেছে। যেহেতু সিআইএ, এনএসএর পশ্চিমি গোয়েন্দা সংস্থাগুলি এধরনের অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে, সেকারণে ওই সংবাদমাধ্যমে দাবি করা হয় গড়কড়ির ঘরে চরবৃত্তির পিছনে জড়িত কোনও বিদেশি সংস্থা। এঘটনায় তদন্ত দাবি করে কংগ্রেস, এনসিপির মত দলগুলিও। তবে সংবাদমাধ্যমের ওই রিপোর্ট নেহতই জল্পনা বলে খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

.