জানেন সারা দেশে সৃষ্টিকর্তা ব্রহ্মার নামে ক'টি মন্দির রয়েছে?

হিন্দু শাস্ত্রমতে বলা হয় আমাদের সৃষ্টি কর্তা প্রজাপতি ব্রহ্মা। তিনিই এই জগত্‌ সৃষ্টি করেছেন। তাঁর নির্দেশ মতোই আমাদের জীবন চলে। তিনিই বিধাতা। তিনিই সব কিছু। ব্রহ্মা ছাড়াও হিন্দুদের আরও ৩৩ কোটি দেবতা আছে বলে পূরাণ অনুযায়ী জানা যায়। তাঁরাও স্বমহিমায় নিজ নিজ ক্ষমতায় বিখ্যাত। সারা পৃথিবীতে যেখানে যত হিন্দু রয়েছে, সেখানেই গড়ে উঠেছে হিন্দু দেবতাদের মন্দির। সারা পৃথিবী জুড়ে প্রত্যেক হিন্দু দেবতার একের অধিক মন্দির রয়েছে। কিন্তু যিনি আমাদের সৃষ্টি কর্তা, যিনি আমাদের বিধাতা, সারা দেশে সেই ব্রহ্মার কতগুলি মন্দির আছে জানেন?

Updated By: May 3, 2016, 02:17 PM IST
জানেন সারা দেশে সৃষ্টিকর্তা ব্রহ্মার নামে ক'টি মন্দির রয়েছে?

ওয়েব ডেস্ক: হিন্দু শাস্ত্রমতে বলা হয় আমাদের সৃষ্টি কর্তা প্রজাপতি ব্রহ্মা। তিনিই এই জগত্‌ সৃষ্টি করেছেন। তাঁর নির্দেশ মতোই আমাদের জীবন চলে। তিনিই বিধাতা। তিনিই সব কিছু। ব্রহ্মা ছাড়াও হিন্দুদের আরও ৩৩ কোটি দেবতা আছে বলে পূরাণ অনুযায়ী জানা যায়। তাঁরাও স্বমহিমায় নিজ নিজ ক্ষমতায় বিখ্যাত। সারা পৃথিবীতে যেখানে যত হিন্দু রয়েছে, সেখানেই গড়ে উঠেছে হিন্দু দেবতাদের মন্দির। সারা পৃথিবী জুড়ে প্রত্যেক হিন্দু দেবতার একের অধিক মন্দির রয়েছে। কিন্তু যিনি আমাদের সৃষ্টি কর্তা, যিনি আমাদের বিধাতা, সারা দেশে সেই ব্রহ্মার কতগুলি মন্দির আছে জানেন?

ভগবান মহাদেবকে সর্বশ্রেষ্ঠ ঈশ্বর বলে মানা হলেও পূরাণ অনুযায়ী আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মাই। যেখানে সারা দেশে মহাদেবের ভক্ত এবং তাঁর জন্য স্থাপিত মন্দিরের সংখ্যাও অগণিত। কিন্তু সেখানে সৃষ্টি কর্তা ব্রহ্মার ভক্তের সংখ্যাটা ঠিক কত জানা নেই। কিন্তু তাঁর জন্য স্থাপিত মন্দিরের সংখ্যাটা মাত্র ১। হ্যাঁ, চমক মনে হলেও এটাই বাস্তব। সারা দেশে বিধাতার ১টি মাত্র মন্দির রয়েছে। রাজস্থানের পুষ্করে এই মন্দিরটি অবস্থিত।

.