চোকসির সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করল কেন্দ্র

আয়কর দফতরের এক আধিকারিকের কথায়, মুম্বইয়ের এই ফ্ল্যটটি ২০০৯ সালে রোহন প্রাইভেট লিমিটেড নামের এক শেল কোম্পানির মাধ্যমে কিনেছিল মেহুল চোকসি।

Updated By: Apr 11, 2018, 09:06 PM IST
চোকসির সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করল কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন: পিএনবি দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত মেহুল চোকসির সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করল আয়কর বিভাগ। এদিন বেনামি সম্পত্তি আইনে মুম্বইয়ের দাদারে স্প্রিং টাওয়ারে চোকসির ৪ হাজার বর্গফুটের একটি বিলাসবহুল ফ্ল্যাট বাজেয়াপ্ত করা হয়। ফ্ল্যাটটির আনুমানিক দাম ২৫ কোটি টাকা। আরও পড়ুন- পিএনবি-কাণ্ডে নীরব, মেহুলের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি সিবিআই আদালতের

আয়কর দফতরের এক আধিকারিকের কথায়, মুম্বইয়ের এই ফ্ল্যটটি ২০০৯ সালে রোহন প্রাইভেট লিমিটেড নামের এক শেল কোম্পানির মাধ্যমে কিনেছিল মেহুল চোকসি। ওই আধিকারিকের আরও দাবি, চোকসি তার বিপুল পরিমাণ কালো টাকা এই ফ্ল্যাটের পিছনে খরচ করেছিল। এছাড়াও মেহুল চোকসির অনেকগুলি বেনামি সম্পত্তিও যে কেন্দ্রীয় সংস্থাটির নজরে রয়েছে, সে বিষয়েও স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন আধিকারিকটি।

.