IAF Aircraft Crash: ভেঙে পড়ল বায়ু সেনার প্রশিক্ষক বিমান! নিহত ২ পাইলট

IAF Aircraft Crash: বিমানটি দুন্ডিগুল এয়ার ফোর্স অ্যাকাডেমি থেকে একটি রুটিন প্রশিক্ষণের জন্য যাত্রা শুরু করেছিল। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পাইলটদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। 

Updated By: Dec 4, 2023, 11:48 AM IST
IAF Aircraft Crash: ভেঙে পড়ল বায়ু সেনার প্রশিক্ষক বিমান! নিহত ২ পাইলট

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একটি ভারতীয় বিমান বাহিনী (IAF) Pilatus PC 7 Mk-II প্রশিক্ষণ বিমান তেলঙ্গানার মেদক জেলার তুপ্রানের রাভেল্লি গ্রামে ভেঙে পড়ে। এতে প্রশিক্ষণরত এবং প্রশিক্ষক দুই পাইলটেরই মৃত্যু হয়।

বিমানটি দুন্ডিগুল এয়ার ফোর্স অ্যাকাডেমি থেকে একটি রুটিন প্রশিক্ষণের জন্য যাত্রা শুরু করেছিল।

আইএএফ মাইক্রোব্লগিং সাইট এক্স-এ ঘটনাটি সম্পর্কে পোস্ট করে লিখেছে, ‘একটি Pilatus PC 7 Mk Il প্রশিক্ষক বিমান আজ সকালে AFA, হায়দ্রাবাদে একটি নিয়মিত প্রশিক্ষণের সময় দুর্ঘটনার সম্মুখীন হয়। গভীর দুঃখের সঙ্গে আইএএফ জানাচ্ছে যে বিমানে থাকা দুই পাইলটই মারাত্মক আঘাত পেয়েছেন। নাগরিক জীবন বা সম্পত্তির কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে কোর্ট অফ এনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে’।

 

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পাইলটদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন এবং এক্স-এ পোস্ট করেছেন, ‘হায়দ্রাবাদের কাছে এই দুর্ঘটনায় মর্মাহত। এটা খুবই দুঃখজনক যে দুই পাইলট প্রাণ হারিয়েছেন। এই দুঃখজনক সময়ে, আমার চিন্তা শোকাহত পরিবারের সঙ্গে রয়েছি’।

 

জানা গিয়েছে, কয়েক মিনিটের মধ্যেই বিমানটি পুড়ে ছাই হয়ে যায়। এদিকে আইএএফ-এর বিমানটিতে কতজন লোক ছিল তা নিয়ে স্থানীয়রা অনিশ্চিত।

পূর্ববর্তী IAF ক্র্যাশ

অক্টোবরে, মহারাষ্ট্রের পুনেতে একটি গ্রামের কাছে দুই ব্যক্তি সহ একটি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে। একটি বেসরকারি ফ্লাইট একাডেমির পাইলট এবং বিমানে থাকা আরও একজন ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: Mizoram 2023 Assembly Election Result Live: MNF-এর ভোট ব্যাংকে ধস! সরকার গড়ার পথে বিরোধী ZPM

বারামতি থানার ইন্সপেক্টর প্রভাকর মোরে পিটিআইকে বলেছেন, ‘রেডবার্ড ইনস্টিটিউটের (রেডবার্ড ফ্লাইট ট্রেনিং একাডেমি) একটি প্রশিক্ষণ বিমান বিকাল ৫টা নাগাদ বারামতি তালুকের অন্তর্গত কাটফল গ্রামের কাছে ভেঙে পড়ে। পাইলট এবং আরও একজন, সহ-পাইলট হতে পারেন, বিমানে ছিলেন এবং তাদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল’।

এর আগে জুন মাসে, ভারতীয় বিমান বাহিনীর একটি কিরণ প্রশিক্ষক বিমান কর্ণাটকের চামরাজানগর জেলার ভোগপুরা গ্রামে একটি খোলা মাঠে ভেঙে পড়ে। জেটটিতে থাকা দুই পাইলট প্যারাসুট ব্যবহার করে সফলভাবে বের হয়ে যান এবং নিরাপদে অবতরণ করেন বলে জানা যায়।

আরও পড়ুন: Dhanbad Jail: সংশোধানাগারে শ্যুটআউট! গুলিতে ঝাঁঝরা কুখ্যাত অপরাধী...

IAF বলেছিল যে দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য একটি কোর্ট অফ এনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে।

মে মাসে, একটি নিয়মিত প্রশিক্ষণের সময় রাজস্থানের হনুমানগড়ের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ -২১ যুদ্ধবিমান ভেঙে কমপক্ষে তিনজন নিহত হয়েছিল।

আইএএফের একটি বিবৃতিতে বলা হয়, ‘বিমানটি সুরতগড়ের এয়ার ফোর্স স্টেশন থেকে একটি নিয়মিত অপারেশনাল ট্রেনিং সর্টি শুরু করে। এর পরপরই, পাইলট একটি জরুরী অবস্থার সম্মুখীন হন। এর পরে তিনি বলে দেওয়া পদ্ধতি অনুযায়ী বিমানটি পুনরুদ্ধার করার চেষ্টা করেন। এটি করতে ব্যর্থ হয়ে, তিনি একটি ইজেকশন প্রক্রিয়া শুরু করেছিলেন। প্রক্রিয়াটিতে ছোটখাটো আঘাত লেগেছিল। পাইলটকে সুরতগড় বেসের প্রায় ২৫ কিলোমিটার উত্তর পূর্ব থেকে উদ্ধার করা হয়েছে’।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.