ICSE ISC Board Exam 2024 Date: জেনে নিন, কবে থেকে শুরু ICSE বোর্ডের পরীক্ষা! রইল সম্পূর্ণ তালিকা...
ICSE ISC Board Exam 2024 Date: প্রকাশিত হল 'আইসিএসই' ও 'আইএসসি' পরীক্ষার সূচি। 'কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস' এই সূচি ঘোষণা করল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ, বুধবার প্রকাশিত হল 'আইসিএসই' ও 'আইএসসি' পরীক্ষার (ICSE ISC Board Exam) সূচি। 'কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস' (Council for the Indian School Certificate Examinations) আজ 'আইসিএসই' ও 'আইএসসি' (ICSE) পরীক্ষার বিস্তারিত সূচি ঘোষণা করল। 'আইসিএসই' দশম শ্রেণির পরীক্ষা হবে ২১ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ। 'আইএসসি' (ISC) দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে ১২ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল।
প্রসঙ্গত, গতকাল, মঙ্গলবার CBSE ক্লাস ১০ এবং ক্লাস ১২-এর বোর্ড পরীক্ষার ডেটশিট প্রকাশিত হয়েছে। CBSE ক্লাস ১০-এর বোর্ডের পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত হবে। CBSE ক্লাস ১২-এর বোর্ডের পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত হবে।
জানানো হয়েছে, পরীক্ষা শুরু হবে সকাল ১১টা থেকে। তবে পরীক্ষার্থীরা প্রশ্ন পাবেন ১০টা ৪৫ মিনিটেই। প্রশ্নপত্র পড়ার জন্য এই অতিরিক্ত ১৫ মিনিট দেওয়া হবে পরীক্ষার্থীদের।
মূল পরীক্ষার তারিখগুলি দেখে নিন:
ICSE-র ক্লাস ১০-এর বোর্ড পরীক্ষার সূচি--
ইংরেজি প্রথম পত্র--- ২১ ফেব্রুয়ারি
ইংরেজি দ্বিতীয় পত্র-- ২৩ ফেব্রুয়ারি
ইতিহাস ও সিভিক্স (প্রথম পত্র)-- ২৬ ফেব্রুয়ারি
ভূগোল (দ্বিতীয় পত্র)-- ২৮ ফেব্রুয়ারি
আর্ট (স্টিল লাইফ)-- ২৯ ফেব্রুয়ারি
দ্বিতীয় ভাষা
(নাগা, অসমিয়া, বাংলা, গারো, গুজরাটি, কন্নড়, খাসি, উর্দু, তেলগু ইত্যাদি)-- ১ মার্চ
মডার্ন ফরেন ল্যাংগুয়েজ
(আরবীয়, চিনা, ফরাসি, জার্মান, স্প্যানিশ ইত্যাদি)-- ১ মার্চ
পদার্থবিদ্যা (বিজ্ঞান প্রথম পত্র)-- ৪ মার্চ
অর্থনীতি গ্রুপ-টু ইলেক্টিভ -- ৬ মার্চ
আর্ট দ্বিতীয় পত্র (নেচার ড্রয়িং/পেইন্টিং)-- ৭ মার্চ
রসায়ন (বিজ্ঞান দ্বিতীয় পত্র)-- ১১ মার্চ
গ্রুপ-থ্রি ইলেক্টিভ
(কর্নাটিক সংগীত, হিন্দুস্থানি সংগীত, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ড্রামা, এনভায়রনমেন্টাল অ্যাপ্লিকেশন, মাস মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ইত্যাদি)-- ১৩ মার্চ
অঙ্ক -- ১৫ মার্চ
আর্ট পেপার (তৃতীয় পত্র)-- ১৬ মার্চ
বায়োলজি (বিজ্ঞান তৃতীয় পত্র)-- ১৮ মার্চ
হিন্দি-- ২০ মার্চ
আরও পড়ুন: Lok Sabha Attack: লোকসভায় পাবলিক গ্যালারি থেকে ঝাঁপ! ক্যানিস্টার নিয়ে তোলপাড় দুই যুবকের
এনভায়রনমেন্টাল সায়েন্স (গ্রুপ টু ইলেক্টিভ)-- ২২ মার্চ
কমার্শিয়াল স্টাডিজ (গ্রুপ টু ইলেক্টিভ)-- ২৭ মার্চ
ফ্রেঞ্চ (গ্রুপ টু ইলেক্টিভ)-- ২৭ মার্চ
আর্ট (চতুর্থ পত্র)-- ২৮ মার্চ
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)