CBSE Board Exam Dates: লোকসভা ভোট কি তবে মাঝ এপ্রিল বা মে মাসেই? CBSE X ও XII-এর পরীক্ষা নির্ঘণ্টে তেমনই ইঙ্গিত

CBSE ক্লাস ১০ বোর্ডের পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত হবে এবং CBSE ক্লাস ১২ বোর্ডের পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত হবে।

Updated By: Dec 12, 2023, 06:17 PM IST
CBSE Board Exam Dates: লোকসভা ভোট কি তবে মাঝ এপ্রিল বা মে মাসেই? CBSE X ও XII-এর পরীক্ষা নির্ঘণ্টে তেমনই ইঙ্গিত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: CBSE ক্লাস ১০ এবং ক্লাস ১২-এর বোর্ড পরীক্ষার ডেটশিট প্রকাশিত হয়েছে। CBSE ক্লাস ১০ বোর্ডের পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত হবে এবং CBSE ক্লাস ১২ বোর্ডের পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত হবে।

নীচের মূল পরীক্ষার তারিখগুলি দেখুন।

CBSE ক্লাস ১০ বোর্ড পরীক্ষা ২০২৪-এর তারিখশিট

ফেব্রুয়ারী ১৯: সংস্কৃত, বাংলা, তামিল, তেলেগু, গুজরাটি, মারাঠি, উর্দু কোর্স এ, উর্দু কোর্স বি, মণিপুরি, ফরাসি

ফেব্রুয়ারী ২১: হিন্দি কোর্স এ, হিন্দি কোর্স বি

ফেব্রুয়ারী ২৬: ইংরেজি কমিউনিকেটিভ, ইংরেজি ভাষা এবং সাহিত্য

মার্চ ২: বিজ্ঞান

আরও পড়ুন: Kerala: 'আমাকে খুন করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী', বিস্ফোরক রাজ্যপাল

মার্চ ৭: সমাজ বিজ্ঞান

মার্চ ১১: গণিত স্ট্যান্ডার্ড, গণিত বেসিক

মার্চ ১৩: কম্পিউটার অ্যাপ্লিকেশন, তথ্য প্রযুক্তি, এআই

CBSE ক্লাস ১২ বোর্ড পরীক্ষা ২০২৪-এর ডেটশিট

ফেব্রুয়ারী ১৯: হিন্দি ইলেকটিভ, হিন্দি কোর

ফেব্রুয়ারী ২২: ইংলিশ ইলেকটিভ, ইংলিশ ইলেকটিভ সিবিএসই (ফাংশনাল ইংলিশ), ইংলিশ কোর

ফেব্রুয়ারী ২৬: কৃত্রিম বুদ্ধিমত্তা

ফেব্রুয়ারী ২৭: রসায়ন

ফেব্রুয়ারী ২৯: ভূগোল

মার্চ ৪: পদার্থবিদ্যা

আরও পড়ুন: Mahua Moitra: সাংসদ পদের পর এবার সরকারি বাংলো হাতছাড়া হচ্ছে মহুয়ার!

মার্চ ৯: গণিত, ফলিত গণিত

মার্চ ১২: শারীরিক শিক্ষা

মার্চ ১৪: পঞ্জাবি, বাংলা, তামিল, তেলেগু, সিন্ধি, মারাঠি, গুজরাটি, ইত্যাদি (এবং অন্যান্য আঞ্চলিক ভাষা)

মার্চ ১৫: মনোবিজ্ঞান

মার্চ ১৮: অর্থনীতি

মার্চ ১৯: জীববিদ্যা

মার্চ ২২: রাষ্ট্রবিজ্ঞান

মার্চ ২৩: অ্যাকাউন্টেন্সি

মার্চ ২৬: উর্দু ইলেকটিভ, সংস্কৃত ইলেকটিভ, উর্দু কোর

মার্চ ২৭: বিজনেস স্টাডিজ

মার্চ ২৮: ইতিহাস

মার্চ ৩০: সংস্কৃত কোর

এপ্রিল ২: কম্পিউটার বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, তথ্য অনুশীলন

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.