ICSE-ISC ফাইনাল পরীক্ষা ফেব্রুয়ারি ও মার্চে হচ্ছে না, জানিয়ে দিল বোর্ড

পরীক্ষা কবে হবে তা পরবর্তি সময়ে জানিয়ে দেওয়া হবে বলে বোর্ডের(ICSE ) ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে। 

Updated By: Jan 30, 2021, 12:03 AM IST
ICSE-ISC ফাইনাল পরীক্ষা ফেব্রুয়ারি ও মার্চে হচ্ছে না, জানিয়ে দিল বোর্ড

নিজস্ব প্রতিবেদন: ICSE  ও ISC-র বোর্ড পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল Council for the Indian School Certificate Examinations। শুক্রবার বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এবছর ফেব্রুয়ারি ও মার্চ মাসে আইসিএসই ও আইএসসি বোর্ডের পরীক্ষা হবে না। কবে পরীক্ষা হবে তা পরে জানিয়ে দেবে বোর্ড।

আরও পড়ুন-Delhi-তে দূতাবাসের সামনে বিস্ফোরণকে Terror Attack বলেই মনে করছে Israel

কাউন্সিলের ওয়েবসাইটে এনিয়ে বিস্তারিত জানানো হয়েছে।

বোর্ডের মতে দেশে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের কথাও মাথায় রাখা হয়েছে। 

পরীক্ষা কবে হবে তা পরবর্তি সময়ে জানিয়ে দেওয়া হবে বলে বোর্ডের(ICSE ) ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন-শাহি দরবারে Rajib? হাওড়ার নেতার সঙ্গে বৈঠকে 'পাকা কথা' Suvendu-র  

অন্যদিকে, বোর্ডের তরফে আরও জানানো হয়েছে, ২০২১-২২ সালের নতুন একাডেমিক সেশন শুরু নিয়ে যে ঘোষণা করা হয়েছিল সেই তারিখ অপরিবর্তিই থাকছে। বোর্ড(ISC) জানিয়েছে, বোর্ডের আওতায় থাকা স্কুলগুলির একাডেমিক সেশন শুরু হবে মার্চের মাঝামাঝি ও জুনের প্রথম সপ্তাহে।

.