কংগ্রেসকে ভোট দেওয়া মানে নর্দমায় ফেলে নষ্ট করা, কটাক্ষ টিআরএস-এর

গতকাল টিআরএস সভাপতি রামা রাও একই বার্তা দিলেন এক জনসভায়। তিনি বলেন, কংগ্রেসকে ভোট দেওয়া মানে নর্দমায় ফেলে নষ্ট করা

Updated By: Mar 9, 2019, 03:03 PM IST
কংগ্রেসকে ভোট দেওয়া মানে নর্দমায় ফেলে নষ্ট করা, কটাক্ষ টিআরএস-এর
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: কংগ্রেসকে বাদ দিয়ে ফেডারেল ফ্রন্ট তৈরির চেষ্টা করেছিলেন তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতির সুপ্রিমো কে চন্দ্রশেখর রাও। রাজ্যে রাজ্যে ঘুরেও তা দানা বাঁধেনি। লোকসভা নির্বাচনে নিজের রাজ্যে একাই লড়তে চান তিনি। তাই তেলাঙ্গানায় তাঁর বার্তা- একটিও ভোট বিরোধীদেরকে দিয়ে নষ্ট করবেন না!

গতকাল টিআরএস সভাপতি রামা রাও একই বার্তা দিলেন এক জনসভায়। তিনি বলেন, কংগ্রেসকে ভোট দেওয়া মানে নর্দমায় ফেলে নষ্ট করা। সে রাজ্যের কংগ্রেসের অবস্থান নিয়ে রামা রাওয়ের কটাক্ষ, তেলাঙ্গানার কংগ্রেস নেতারা বাথারুম গেলে দিল্লিতে ঘুরে আসেন। এ দিন বিজেপিকেও তুলোধনা করেন তিনি। বলেন, নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার গ্রাফ নীচে নামছে। কোনও কাজ না করে শুধুমাত্র বকেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন- রাফালের তদন্ত গোয়ার মুখ্যমন্ত্রীকে দিয়ে শুরু করা উচিত, দাবি রাহুলের

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের এক মাস পরে অন্ধ্রপ্রদেশ থেকে বেরিয়ে নতুন রাজ্য হয় তেলেঙ্গানা। ওই নির্বাচনে অন্ধ্র প্রদেশের ৪২টি আসনে ১১টি পায় টিআরএস। উল্লেখ্যযোগ্য ভাবে আসন সংখ্যা বাড়াতে সক্ষম হন তেলেঙ্গানা তৈরির অন্যতম পুরোধার কেসিআর। এমনকি সম্প্রতি বিধানসভায় কেসিআর-র ঝড়ে উড়ে যায় বিজেপি-কংগ্রেস-সব সব বিরোধী দল। ১১৯টি আসনে একাই ৮৮টি আসন মেলে টিআরএস-র। তাই এ বার নির্বাচনের অত্যন্ত প্রত্যয়ী চন্দ্রশেখর এবং তাঁর দল। অন্তত রামা রাওয়ের বক্তৃতায় তা স্পষ্ট ধরা পড়ল।

.