আইজল, রাঁচি ও কলকাতায় IIMC-র প্রাক্তনীদের সভা

ঢাকায় বার্ষিক কানেকশন মিটের সমাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা করতে চলেছেন ইমকার সভাপতি প্রসাদ সান্যাল।

Updated By: Apr 9, 2019, 04:51 PM IST
আইজল, রাঁচি ও কলকাতায় IIMC-র প্রাক্তনীদের সভা

নিজস্ব প্রতিবেদন: কলকাতা আয়োজিত হয়েছিল আইআইএমসি-র প্রাক্তনী অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা কানেকশনস। কলকাতা ছাড়াও মিজোরামের আইজল, ঝাড়খন্ডের রাঁচিতে আয়োজিত হয়েছিল সভা। ১৭ ফেব্রুয়ারি দিল্লিতে শুরু হয়েছিল কানেকশনস মিট।  দেশ-বিদেশ মিলিয়ে ২১টি বৈঠকের সঙ্গে  সম্পন্ন হয়েছে ১৯টি পুনর্মিলন উত্সব। ১৩ এপ্রিল হায়দরবাদ ও বাংলাদেশের ঢাকায় বৈঠকের পর শেষ হবে বার্ষিক সভা। ঢাকায় বার্ষিক কানেকশন মিটের সমাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা করতে চলেছেন ইমকার সভাপতি প্রসাদ সান্যাল।

মিজোরাম সাব চ্য়াপ্টার কানেকশনস আইজল মিটের সভাপতিত্ব করেছিলেন সভাপতি লালরুআতকিমি। ওই মিটে ছিলেন পূর্বাঞ্চলের সভাপতি আইআইএমসি-র প্রধান অধ্যাপক এসআর সাইলো, মিজোরাম সাব চ্যাপ্টারের কোষাধ্যাক্ষ এজরেলা ডীলোডিয়া, এক্সকিউটিভ সদস্য অ্যাঞ্জেলা লালরিতুআঙ্গি, কে লালরৈমসাঙ্গা, মারিয়া গ্রেস লালরামেঙ্গি, জেবি লালপুনিয়া ও এমি ফৈলিসিয়া, ড্যানিয়েল। গোটা উদ্যোগে সন্তোষপ্রকাশ করেন অধ্যাপক সাইলো। 

ঝাড়খন্ড চ্যাপ্টারের রাঁচিত মিটে সভাপতিত্ব করেন সভাপতি মনোজ কুমার। সভায় ইমকা চিকিত্সা সহযোগিতা তহবিল ও স্কলারশিপ নিয়ে আলোচনা করেন সভাপতি প্রসাদ সান্যাল। মিটে অংশ নিয়েছিলেন সংগঠনের প্রাক্তন সচিব বিজয় পান্ডে, জাতীয় সংগঠন সচিব রীতেশ বর্মা, কেন্দ্রীয় সমিতি সদস্য আফজল আলম, চ্যাপ্টারের উপসভাপতি দেবব্রত সিং, অমিত গুপ্তা, সাধারণ সম্পাদক প্রণব প্রত্যুষ দাস, কোষাধ্যক্ষ কুমার রাজেশ, সংগঠন সচিব পূজা ওঁরাও, কার্যকারিণী সদস্য মনীশ সিং, সন্তোষ ওঁরাও, রাজেশ কুমার, রঞ্জিত্ কুমার, অভিষেক কুমার।

কানেকশনস কলকাতা মিটের সভাপতিত্ব করেন পশ্চিম বাংলা চ্যাপ্টারের সভাপতি সুবীর ভৌমিক। সভা সঞ্চালন করেন মহাসচিব পিয়ালি চট্টোপাঝ্যায়। কলকাতা মিটে ছিলেন সভাপতি প্রসাদ সান্যাল, জাতীয় সংগঠন সচিব রীতেশ বর্মা, কেন্দ্রীয় সমিতির সদস্য অতুল গুপ্তা, শঙ্কর পণ্ডিত, রাজস্থান চ্যাপ্টারের সভাপতি অমৃতা মৌর্য, ওডিশা চ্যাপ্টারের প্রতিনিধি পদ্মলোচন প্রধান-সহ সিনিয়র প্রাক্তনী আশিস চক্রবর্তী, সুবীর ঘোষ, প্রমোদ কুমার, অমরীন আজহার, পল্লবী রায়স উত্সব। স্থানীয় স্তরে গণমাধ্যম সংক্রান্ত বিষয় নিয়ে চলেছে আলোচনা। 

আরও পড়ুন- মমতার সৌজন্যে ডেলো ও নিজাম প্যালেসে সুদীপ্তর সঙ্গে সাক্ষাত্, বিস্ফোরক মুকুল

.