'এক দেশ এক রেশনকার্ড' চালু করুন, রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের

ইতিমধ্যেই ওই ব্যবস্থা চালু হয়েছে অন্ধ্র, তেলঙ্গানা, গুজারট, মহারাষ্ট্র, কেরল, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্য়ে

Updated By: Jun 11, 2021, 04:54 PM IST
'এক দেশ এক রেশনকার্ড' চালু করুন, রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিবেদন: এক দেশ এক রেশন কার্ড নীতি চালু করতে হবে বাংলাকে। শুক্রবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

শুক্রবার ওই মামলায় সুপ্রিম কোর্ট(Supreme Court) জানিয়ে দিয়েছে, কোনও যুক্তি নয়। এখুনি এক দেশ এক রেশন কার্ড নীতি চালু করতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে। এই ব্যবস্থা পরিযায়ী শ্রমিকদের জন্য। অতিমারীর সময়ে রাজ্য সরকার এনিয়ে কোনও আপত্তি খাড়া করতে পারে না।

আরও পড়ুন- জামাইষষ্ঠীর আগে সুখবর, ওড়িশা থেকে দিঘায় এল বিপুল ইলিশ  

কেন্দ্রের যুক্তি ছিল কাজের জন্য প্রতিটি রাজ্য়ের বহু মানুষকে অন্য রাজ্য গিয়ে থাকতে হয়। ফলে রেশন কার্ড থাকলেও অন্য রাজ্যে তারা খাদ্যসামগ্রী তুলতে পারেন না। সেই সমস্যা মেটাতে কেন্দ্র চালু করেছে এক দেশ এক রেশন কার্ড(One Nation One Ration Card)।

আরও পড়ুন-প্রেমেও 'করোনা কোপ'!  'নো ভ্যাকসিন, নো ডেটিং' শুরু দেশে

ইতিমধ্যেই ওই ব্যবস্থা চালু হয়েছে অন্ধ্র, তেলঙ্গানা, গুজারট, মহারাষ্ট্র, কেরল, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্য়ে। পশ্চিমবঙ্গে ওই ব্যবস্থা এখনও চালু হয়নি। রাজ্যের যুক্তি ছিল এতে রাজ্যের উপরে বাড়তি চাপ পড়বে। এনিয়ে মামলা ওঠে সুপ্রিম কোর্ট। তার পরেই এই গুরুত্বপূর্ণ রায়।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.