বিমানে 'স্ট্যান্ডিং অভেশন' পেলেন অভিনন্দনের বাবা-মা, দেখুন ভিডিও
ভিডিও-তে দেখা যাচ্ছে, বিমানে সহযাত্রীরা এদিন কার্যত উঠে দাঁড়িয়ে হাত তালি দিয়ে বিমানে স্বাগত জানালেন পাইলটের বাবা-মাকে। সঙ্গে ছিল শুভেচ্ছা বার্তাও। এতে স্বাভাবিকভাবেই খুশি এস বর্তমান ও শোভা বর্তমানও। তাঁদের মুখের হাসিতেই মিলল প্রমান।
নিজস্ব প্রতিবেদন: ইতিমধ্যেই ছেলেকে ফিরিয়ে আনতে দিল্লিতে পৌঁছে গিয়েছেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের বাবা এয়ার মার্শাল এস বর্তমান ও মা শোভা বর্তমান। আজ শুক্রবার কার্যত উত্সবের আমেজেই দেশে স্বাগত জানানো হবে পাইলটকে। ওয়াঘা সীমান্তেও সাজো সাজো রব। অভিনন্দন আবেগে ভাসছে তামাম ভারতবাসী।
তবে একই রকম সম্মান যে তাঁর বাবা-মায়েরও প্রাপ্য সে কথা ফের একবার মনে করালেন দেশবাসী। গতরাতে বিমানে অমৃতসর যাচ্ছিলেন অভিনন্দনের বাবা-মা। বাকি আর পাঁচজন সাধারণ যাত্রীর মতো নয়। অভিনব কায়দায় সেখানে সম্মান পেলেন তাঁরাও। অন্যান্য সফরের থেকে একেবারেই অন্যরকম ছিল এ দিনের ছবিটা। সম্প্রতি এই মূহুর্তের একটি ভিডিও তুলে স্যোশাল মিডিয়াতে পোস্ট করেন ওই বিমানেরই এক যাত্রী। যা ভাইরাল হয় মূহুর্তেই।
ভিডিও-তে দেখা যাচ্ছে, বিমানে সহযাত্রীরা এদিন কার্যত উঠে দাঁড়িয়ে হাত তালি দিয়ে বিমানে স্বাগত জানালেন পাইলটের বাবা-মাকে। সঙ্গে ছিল শুভেচ্ছা বার্তাও। এতে স্বাভাবিকভাবেই খুশি এস বর্তমান ও শোভা বর্তমানও। তাঁদের মুখের হাসিতেই মিলল প্রমান।
দেখুন ভিডিও
Wing Commander #AbhinandanVartaman 's parents reached Delhi last night from Chennai. This was the scene inside the flight when the passengers realized his parents were onboard. They clapped for them, thanked them & made way for them to disembark first. #Respect #AbhinandanMyHero pic.twitter.com/P8USGzbgcp
— Paul Oommen (@Paul_Oommen) March 1, 2019
আরও পড়ুন ইউটিউব থেকে মুছে ফেলা হোক অভিনন্দনের ভিডিও, নির্দেশ তথ্য প্রযুক্তি মন্ত্রকের
গত বুধবার মিগ-২১ ভেঙে পাক সেনার হাতে বন্দি হন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। এমতো পরিস্থিতিতেও বিন্দুমাত্র বিচলিত হননি তিনি। কায়দা করে উত্তর দিয়েছেন পাক সেনাদের সমস্ত প্রশ্নের। প্রয়োজনে এড়িয়েও গিয়েছেন বুদ্ধিমত্তার সঙ্গে। অন্যদিক ভারতের কাছে নতিস্বীকার করে যুদ্ধবন্দিকে ভারতে ফেরাতে বাধ্য হয়েছে পাকিস্তানও। সবমিলিয়ে সম্মানের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই দেশে ফিরছেন তিনি। এই মুহূর্ত অভিনন্দনের একার জয় নয়, জয় তাঁর বাবা-মা সহ গোটা দেশবাসীর। আর এমনটাই মনে করছেন সকলে।