জ্যোতিষবিদ্যার কাছে বিজ্ঞান নেহাতই তুচ্ছ, সংসদে বিজেপি সাংসদের মন্তব্যে বিতর্ক '

''জ্যোতিষবিদ্যার তুলনায় বিজ্ঞান নেহাতই তুচ্ছ (পিগমি)'' সংসদে দাঁড়িয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপি সাংসদ রমেশ পখরিয়াল! তাঁর এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই সংসদে বিতর্কের ঝড় ওঠে। বিরোধীরা সমবেতভাবে এর বিরোধীতা করেন।

Updated By: Dec 4, 2014, 09:25 AM IST
জ্যোতিষবিদ্যার কাছে বিজ্ঞান নেহাতই তুচ্ছ, সংসদে বিজেপি সাংসদের মন্তব্যে বিতর্ক '

নয়া দিল্লি: ''জ্যোতিষবিদ্যার তুলনায় বিজ্ঞান নেহাতই তুচ্ছ (পিগমি)'' সংসদে দাঁড়িয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপি সাংসদ রমেশ পখরিয়াল! তাঁর এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই সংসদে বিতর্কের ঝড় ওঠে। বিরোধীরা সমবেতভাবে এর বিরোধীতা করেন।

স্কুল প্ল্যানিং ও আর্কিটেকবার বিল নিয়ে লোকসভায় আলোচনায় সময় এমনই বিতর্কিত মন্তব্য করেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

তাঁর মন্তব্য নিয়ে লোকসভায় বিরোধীতা সমবেত প্রতিবাদ শুরু করার পরেও চুপ থাকেননি তিনি। উল্টে নিজের স্বপক্ষে বলেন 'জ্যোতিষবিদ্যাই পৃথিবীতে সেরা বিজ্ঞান।'

পখরিয়ালের মতে পুরাণের ঋষি কনাদই নাকি যীশু খ্রীস্টের জন্মের ২০০ বছর আগেই নিউক্লিয়ার পরীক্ষা করে ফেলেছিলেন।

পখরিয়ালের মন্তব্যের জেরে বিজেপি সাংসদের সঙ্গে বিরোধীদের প্রবল বাক বিতন্ডা শুরু হয়। বামমন্ত্রী নেতারা ওয়াল আউট করেন।

কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সাংসদরা একযোগে এই মন্তব্যের সমালোচনা করে বলেন বিজেপি এদেশের বিজ্ঞান মনস্কতা ধ্বংস করতে চাইছে।

কংগ্রেস সাংসদ গৌরব গগৌ জানান ''বর্তমান সময়ে শিক্ষা আরও বেশি বিজ্ঞানকেন্দ্রিক করা প্রয়োজন। তার বদলে আমরা দেখছি শিক্ষায় বিজ্ঞানের বদলে ধর্ম ও পুরাণের আধিক্য বৃদ্ধি করার চেষ্টা চলছে।''

কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছিলেন হিন্দু দেবতা গণেশের হাতির মাথা আসলে প্লাস্টিক সার্জারির নিদর্শন। পখরিয়াল সেই মন্তব্যের সমর্থন করলে বিরোধী সংসদরা তার তীব্র বিরোধীতা করেন।

তৃণমূল সাংসদ সৌগত রায় সংসদে জানান ''এ ভাবে যদি আমরা রামায়ণ, মহাভারতের প্রত্যেকটি ঘটনাকে সত্যি বলে মেনে নি তাহলে আমরা বিজ্ঞানকে দূরে ঠেলে দেব।''

এর সঙ্গেই স্মৃতি ইরানির প্রসংঙ্গ টেনে তিনি বলেন ''কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী একজন জ্যোতিষির সঙ্গে ঘন্টার পর ঘণ্টা কাটান, তা সাধারণ মানুষের কাছে ভুল বার্তা বহন করে।''

গতমাসে রাজস্থানে এক জ্যোতিষির কাছে গিয়ে প্রবল সমালোচনার সম্মুখীন হয়েছিলেন স্মৃতি। যদিও নিজের স্বপক্ষে তিনি জানিয়েছিলেন ''আমি আমার ব্যক্তিগত জীবনে কী করছি সেটা মিডিয়ার মাথাব্যাথার কারণ হতে পারে না। আমার কর্ত্যবে গাফিলতি না হলে সে বিষয়ে মন্তব্য করার অধিকার কারোরই নেই।''

 

 

 

.