এবার আয়করদাতারা সাত থেকে দশদিনের মধ্যে ফেরত পাবেন রিফান্ডের টাকা

খুব জোর দশ দিন। এবার আয়করদাতারা হাতে পেয়ে যাবেন রিফান্ডের টাকা। আর বেশিদিন অপেক্ষা করতে হবে না আপনাকে।

Updated By: Sep 14, 2015, 12:54 PM IST

ওয়েব ডেস্ক: খুব জোর দশ দিন। এবার আয়করদাতারা হাতে পেয়ে যাবেন রিফান্ডের টাকা। আর বেশিদিন অপেক্ষা করতে হবে না আপনাকে।

আয়কর দফতর সূত্রের খবর, সাত থেকে দশদিনের মধ্যে আয়করদাতারা রিফান্ডের টাকা ফেরত পাবেন। এরজন্য নেওয়া হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য। আয়কর দফতরের এক কর্তা জানান, অত্যাধুনিক ই-ফাইলিং প্রযুক্তির জন্য খুব সহজেই পাওয়া যাবে রিফান্ড। তিনি অকপটে স্বীকার করে নিয়েছেন আগে মাসের পর মাস লেগে যেতে রিফান্ড পেতে।

.