অমর জওয়ান জ্যোতিতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর, রাজপথে সাড়ম্বরে পালিত হচ্ছে প্রজাতন্ত্র অনুষ্ঠান, মুগ্ধ সস্ত্রীক ওবামা
আজ ৬৬ তম প্রজাতন্ত্র দিবস। দিল্লিতে জাতীয় পতাকা তুলবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এবছরের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নেতাজি সুভাষ মার্গ থেকে তিলক মার্গ, ইন্ডিয়া গেট, রাজপথ হয়ে লাল কেল্লায় পর্যন্ত হবে কুচকাওয়াজের ।
Sonia Gandhi witnesses Republic Day celebrations at Rajpath (pic: DD National) pic.twitter.com/EFasDrXCWX
— ANI (@ANI_news) January 26, 2015
66th R-Day celebrations: Dance performance to commemorate the successful launch of Mangalyaan (pic: DD) pic.twitter.com/DvfzzHlAdw
— ANI (@ANI_news) January 26, 2015
66th R-Day celebrations: US President Obama enjoys dance performances by various schools #ObamaInIndia (pic: DD) pic.twitter.com/qTQfb3JwSF
— ANI (@ANI_news) January 26, 2015
66th Republic Day celebrations: Floats representing various Indian states now marching down Rajpath (pic: DD) pic.twitter.com/Hmwx7fDvDq
— ANI (@ANI_news) January 26, 2015
নিজের বুলেটপ্রুফ লিমুজিনেই রাজপথে প্রবেশ করলেন মার্কিন প্রেসিডেন্ট। বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে করমর্দন করে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
PM Narendra Modi & US President Barack Obama at Rajpath for the 66th Republic Day celebrations (pic: DD National) pic.twitter.com/3EVTQN05vs
— ANI (@ANI_news) January 26, 2015
** উপরাষ্ট্রপতি হামিদ আনসারি ও তাঁর স্ত্রী যোগ দিলেন
** রাষ্ট্রপতি প্রণব মুখার্জি প্রজাতন্ত্র অনুষ্ঠানে যোগ দিলেন। স্বাগত জানালেন প্রধানমন্ত্রী
** অমর জওয়ান জ্যোতিতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী।
আজ ৬৬ তম প্রজাতন্ত্র দিবস। দিল্লিতে জাতীয় পতাকা তুলবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এবছরের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নেতাজি সুভাষ মার্গ থেকে তিলক মার্গ, ইন্ডিয়া গেট, রাজপথ হয়ে লাল কেল্লায় পর্যন্ত হবে কুচকাওয়াজের ।
কুচকাওয়াজে অংশ নেবেন সেনা, বিমান এবং নৌ বাহিনীর সদস্যরা। কন্যাভ্রূণ হত্যা রোধে বেটি বাঁচাও আন্দোলনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই এবার প্রজাতন্ত্র দিবসের থিম নারীশক্তির জয়গান। আজই সাহসিকতার জন্য অশোক চক্র, কীর্তি চক্র এবং জাতীয় সাহসিকতা সম্মান সামরিক বাহিনীর সদস্য এবং প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করার জন্য সাধারণ নাগরিকদের হাতে তুলে দেবেন রাষ্ট্রপতি।
প্রজাতন্ত্র দিবসের আগের রাত থেকে কড়া নিরাপত্তা বলয়ে রাজধানী দিল্লি। রাতভর গাড়ি থামিয়ে চলল চেকিং। জিগ্যেস করা হল চালকের পরিচয়। বাণিজ্যনগরী মুম্বইয়েও একই ছবি দেখা গেল। রবিবার রাতে শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তায় নজরদারি চালিয়েছেন পুলিসকর্মীরা। সন্দেহভাজন দেখলেই অনেকেরই তল্লাসি চালানো হয়েছে।