সীমান্ত সমস্যা মেটাতে বৈঠকে ভারত-চিন

সীমান্ত চিহ্নিতকরণ সংক্রান্ত বিরোধ এড়াতে ফের দ্বিপাক্ষিক বৈঠক শুরু করল ভারত ও চিন। সোমবার থেকে নয়াদিল্লিতে শুরু হওয়া বিশেষ প্রতিনিধি স্তরের পঞ্চদশ বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন। অন্যদিকে সফরকারী চিনা প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন সে দেশের `স্টেট কাউন্সিলর` দাই বিংগুয়ো।

Updated By: Jan 16, 2012, 05:45 PM IST

সীমান্ত চিহ্নিতকরণ সংক্রান্ত বিরোধ এড়াতে ফের দ্বিপাক্ষিক বৈঠক শুরু করল ভারত ও চিন। সোমবার থেকে নয়াদিল্লিতে শুরু হওয়া বিশেষ প্রতিনিধি স্তরের পঞ্চদশ বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন। অন্যদিকে সফরকারী চিনা প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন সে দেশের `স্টেট কাউন্সিলর` দাই বিংগুয়ো।
অরুণাচল প্রদেশের তাওয়াং, সিকিমের ফিঙ্গার এরিয়া, জম্মু ও কাশ্মীরের লাদাখের-বেশ কিছু এলাকায় সীমান্ত চিহ্নিত করার বিষয়ে এখনও ঐকমত্যে পৌঁছতে পারেনি দুই দেশ। তাই মানচিত্র বিনিয়ম-সহ নানা মাধ্যমে সুনির্দিষ্ট মেকানিজম গড়ে তোলার লক্ষ্যে ধারাবাহিক আলোচনা চালাচ্ছে ভারত ও চিন। ২০০৫ সাল থেকেই সীমান্ত চিহ্নিতকরণের বিষয়ে পর্যায়ক্রমে আলোচনা চালাচ্ছে নয়াদিল্লি-বেজিং। প্রসঙ্গত, ২০০৩ সালে বেজিং-এ ভারতীয় রাষ্ট্রদূত পদে কর্মরত থাকার সময় সীমান্ত সমস্যার নিরসনে কার্যকরী মেকানিজম-এর রূপরেখা তৈরি করেছিলেন শিবশঙ্কর মেনন।
২০১০ সালে চিনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের ভারত সফরের সময় সীমান্ত সমস্যার সমাধানে একটি কার্যকরী মেকনিজম গড়ে তোলার ব্যাপারে ঐকমত্য হয়েছিলেন মেনন-বিংগুয়ো। গত বছরের নভেম্বর মাসে বিশেষ প্রতিনিধিস্তরের পঞ্চদশ পর্যায়ের বৈঠক হওয়ার কথা থাকলেও বিহারে বিশ্ব বৌদ্ধ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে নির্বাসিত তিব্বতি ধর্মগুরু দলাই লামার অংশগ্রহণ নিয়ে কূটনৈতিক বিতর্কের জেরে আলোচনা পিছিয়ে যায়।

.