নতুন ইউএপিএ আইনে মাসুদ, দাউদ, লকভি ও হাফিজকে সন্ত্রাসী ঘোষণা কেন্দ্রের

মাসখানেক আগে সংসদে ইউপিএ সংশোধনী বিল পাশ হয়েছে সংসদে।

Updated By: Sep 4, 2019, 05:00 PM IST
নতুন ইউএপিএ আইনে মাসুদ, দাউদ, লকভি ও হাফিজকে সন্ত্রাসী ঘোষণা কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন: জইশ-এ-মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহার, জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদ, লস্কর-এ-তৈবার জাকিউর রহমান লকভি ও ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের মূলচক্রী দাউদ ইব্রাহিমকে বেআইনি গতিবিধি প্রতিরোধ আইনে (ইউএপিএ) সন্ত্রাসবাদী ঘোষণা করল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক। 

মাসখানেক আগে সংসদে ইউপিএ সংশোধনী বিল পাশ হয়েছে সংসদে। সন্ত্রাস মোকাবিলায় আগের চেয়েও কঠোর করা হয়েছে আইন। নতুন সংশোধনী আইন অনুযায়ী, কোনও ব্যক্তিকে সন্ত্রাসবাদী ঘোষণা করার সংস্থার রাখা হয়েছে। আগে কোনও সংস্থা বা দলকে সন্ত্রাসী ঘোষণা করা যেত। আর শুরুতেই নতুন আইনে ৪ জনকে সন্ত্রাসবাদী ঘোষণা করে নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক। আগামী দিনে আরও অনেকের নাম সন্ত্রাসী তালিকায় তোলা হবে বলে খবর। 

বিস্তারিত আসছে...

.