আজহার মাসুদ ইস্যুতে রাষ্ট্র সংঘের নিরাপত্তা পরিষদকে একহাত নিল ভারত
জৈশ এ মহম্মদ প্রধান আজহার মাসুদকে কালো তালিকা ভুক্ত করতে টালবাহানা করায় রাষ্ট্র সংঘের নিরাপত্তা পরিষদকে একহাত নিল ভারত। রাষ্ট্র সংঘই একসময় জৈশ ই মহম্মদের মতো সংগঠনগুলিকে সন্ত্রাসবাদী সংগঠনের তকমা দিয়েছিল। তারপরেও আজহার মাসুদের মতো কট্টরপন্থী নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় বিলম্বের কারণে নিরাপত্তা পরিষদের কড়া সমালোচনা করেছে রাষ্ট্র সংঘের নব নিযুক্ত দিল্লির দূত সৈয়দ আকবর উদ্দিন।
ওয়েব ডেস্ক: জৈশ এ মহম্মদ প্রধান আজহার মাসুদকে কালো তালিকা ভুক্ত করতে টালবাহানা করায় রাষ্ট্র সংঘের নিরাপত্তা পরিষদকে একহাত নিল ভারত। রাষ্ট্র সংঘই একসময় জৈশ ই মহম্মদের মতো সংগঠনগুলিকে সন্ত্রাসবাদী সংগঠনের তকমা দিয়েছিল। তারপরেও আজহার মাসুদের মতো কট্টরপন্থী নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় বিলম্বের কারণে নিরাপত্তা পরিষদের কড়া সমালোচনা করেছে রাষ্ট্র সংঘের নব নিযুক্ত দিল্লির দূত সৈয়দ আকবর উদ্দিন।
আরও পড়ুন- অখিলেশ-প্রশান্ত কিশোর গোপন বৈঠকই উত্তরপ্রদেশে কং-সপা জোটের জল্পনা বাড়াচ্ছে
এদিকে আবার, হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই কাশ্মীরের অবস্থা নিয়ে আন্ত্রজাতীক মহলে ভারত বিরোধী অবস্থান নিয়ে সোচ্চার হয়েছে পাকিস্তান। আবার ভারতও বালোচ ও জঙ্গিসহ নান ইস্যুতে পাকিস্তানকে চেপে ধরছে রাষ্ট্র সংঘে।