ব্রহ্মপুত্রে উদ্ধার ১০৩ দেহ, নিখোঁজদের খোঁজে চলছে তল্লাশি
অসমে এক ভয়াবহ নৌকাডুবির ঘটনায় তলিয়ে গেলেন প্রায় ১৫০ জন যাত্রী। এখনও পর্যন্ত ১০৩ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান। নৌকাটিতে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন। সোমবার ধুবড়ির কাছে ব্রহ্মপুত্র নদে ওই নৌকাডুবির ঘটনা ঘটে।
অসমে এক ভয়াবহ নৌকাডুবির ঘটনায় তলিয়ে গেলেন প্রায় ১৫০ জন যাত্রী। এখনও পর্যন্ত ১০৩ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান। নৌকাটিতে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন। সোমবার ধুবড়ির কাছে ব্রহ্মপুত্র নদে ওই নৌকাডুবির ঘটনা ঘটে।
সোমবার বিকেল অসমের ধুবড়ি ফেরি ঘাট থেকে মেদারতরি যাচ্ছিল একটি দোতলা নৌকা। সাড়ে চারটে নাগাদ মাঝ নদিতে হঠাতই ঝড়ের কবলে পড়ে নৌকাটি। অতিরিক্ত যাত্রী থাকায় টাল সামলাতে না পেরে উলটে যায় ফেরিটি। নৌকাডুবির পর প্রায় ১০০ জন সাঁতরে পাড়ে ওঠেন। এখনও অনেকের খোঁজ পাওয়া যায়নি। তাদের অধিকাংশই মহিলা ও শিশু।
প্রাথমিকভাবে উদ্ধারকার্য শুরু করেন স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণের মধ্যেই স্থানীয় পুলিস ও বিএসএফ জওয়ানরা উদ্ধার কাজ শুরু করে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও উদ্ধারের কাজে নামানো হয়। জলেশ্বরের কাছ থেকে বহু মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান অলোক ঝা। অন্ধকার ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়।
দুর্ঘটনায় গভীর শোকজ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। খবর পাওয়ার পরই অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। উদ্ধারের কাজে রাজ্য সরকার সবরকমের উদ্যোগ নেবে বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। একই সঙ্গে দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে তাদের পরিবারকে আর্থিক সাহায্যেরও আশ্বাস দিয়েছেন মনমোহন সিং। নৌকাডুবির কারণ অনুসন্ধানে প্রশাসনিক তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অসমের তরুন গগৈয়।
ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেকারণে নদী তীরবর্তী অঞ্চলে রেড এ্যালার্ট জারি করা হয়েছে।