Wheat Export: দেশের বাজারে মূল্যবৃদ্ধি রুখতে নতুন পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের, অবিলম্বে গমের রপ্তানি বন্ধ করল ভারত
একটি পৃথক বিজ্ঞপ্তিতে, DGFT পেঁয়াজ বীজের জন্য রপ্তানির শর্ত সহজ করার কথাও ঘোষণা করেছে। এর আগে পেঁয়াজের বীজের রপ্তানি নিষিদ্ধ ছিল।
নিজস্ব প্রতিবেদন: শনিবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে ভারত থেকে অন্যান্য দেশে গমের রপ্তানি বন্ধ করা হচ্ছে। দেশে খাদ্যদ্রব্যের বাড়তে থাকা দাম নিয়ন্ত্রণ করার লক্ষ্যে এই পদক্ষেপ বলে জানা গেছে।
যদিও এই নোটিশ বেরনোর আগে যেসব শিপমেন্টের রপ্তানির জন্য ইররিভোকেবল লেটারস অফ ক্রেডিট দেওয়া হয়েছে সেগুলিকে আটকান হবেনা বলেই জানানো হয়েছে। মে মাসের ১৩ তারিখে এই খবর জানিয়েছেন ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড।
আরও জানানো হয়েছে যে গম রপ্তানির অনুমতি দেওয়া হবে যদি অন্যান্য দেশের সরকারের অনুরধের ভিত্তিতে তাদের দেশের খাদ্য নিরাপত্তার চাহিদা মেটানোর জন্য ভারত সরকার অনুমতি দেয়।
একটি পৃথক বিজ্ঞপ্তিতে, ডিজিএফটি পেঁয়াজ বীজের জন্য রপ্তানির শর্ত সহজ করার কথাও ঘোষণা করেছে। এর আগে পেঁয়াজের বীজের রপ্তানি নিষিদ্ধ ছিল।