বিজ্ঞানবিষয়ক প্রকাশনায় বিশ্বে তৃতীয় ভারত
ভারতে বিজ্ঞানভিত্তিক প্রকাশনার হার গড়ে বেড়েছে ১২.৯ শতাংশ।
নিজস্ব প্রতিবেদন: মাত্র পঞ্চাশ বছর আগেও ভারতের সম্বন্ধে বহির্বিশ্বের অনেক দেশেরই মনোভাব ছিল, দেশটা কুসংস্কারাচ্ছন্ন, অবৈজ্ঞানিক মানসিকতায় পূর্ণ। কিন্তু সেই ভারতই সারা বিশ্বে বিজ্ঞানপ্রকাশনার দিক থেকে তৃতীয় স্থানে।
গত ১০ বছরে বিজ্ঞানবিষয়ক প্রকাশনার সংখ্যার দিক দিয়ে বিশ্বে শীর্ষে আমেরিকা (america), এর পরে চিন (china), তৃতীয় অবস্থানে ভারত (india)। এই তথ্য জানিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক বিভাগ (Department of Science and Technology/DST)।
ডিএসটি (DST) বলছে, এনএসএফের (National Science Foundation/NSF) তথ্য অনুসারে, ভারতে বিজ্ঞানভিত্তিক প্রকাশনার হার গড়ে বেড়েছে ১২.৯ শতাংশ। বিশ্বে এ ধরনের প্রকাশনার হার গড়ে বেড়েছে ৪.৯ শতাংশ। ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিজ্ঞানভিত্তিক প্রকাশনার হার দ্রুত বেড়ে ভারতে তা ১০.৭৩ শতাংশে পৌঁছেছে। চিনে তা ৭.৮১ শতাংশ ও আমেরিকায় ০.৭১ শতাংশ বেড়েছে।
এর নিরিখে অন্তত বিজ্ঞানের দিক থেকে আগামীদিনে ভারতে ভাল কিছু আশা করাই যায়।
Also Read: চিন সেনা না কমালে ভারতও কমাবে না, লাদাখ-প্রশ্নে প্রতিরক্ষামন্ত্রী