নিজস্ব প্রতিবেদন: করোনা প্রতিরোধে ভারতের হাতে এখন ২টি ভ্যাকসিন। প্রবাসী ভারতীয়দের সামনে এই দুটি ভ্যাকসিন নিয়েই সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নমোর দাবি, মানবজাতিকে রক্ষা করতে পারে ভারতের এই ২ ভ্যাকসিন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর জানা যায়, পিপিই কিট(PPE Kit), ভেন্টিলেটর-সহ অন্যান্য সরঞ্জামের ব্যাপারে ভারত বিদেশের উপরেই নির্ভরশীল। করোনাকালেই সেই পরিস্থিতি একেবারেই পাল্টে গিয়েছে। বিষয়টিই প্রবাসী ভারতীয়দের সামনে তুলে ধরলেন প্রধানমন্ত্রী।


আরও পড়ুন-TMC মানেই চালচোর-ত্রিপলচোর; রাজ্যে চলছে কাটমানির কালচার: Nadda 


শনিবার, প্রবাসী ভারতীয় দিবস(Pravasi Bharatiya Divas (PBD)অনুষ্ঠানের ১৬তম অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই নমো() বলেন, 'ভারতে তৈরি দুটি ভ্যাকসিন মানবজাতিকে রক্ষা করতে প্রস্তুত।'


চিকিত্সা সরঞ্জাম তৈরিতে ভারতের স্বনির্ভরতার কথা টেনে প্রধানমন্ত্রী বলেন, 'ভারতকে একসময় PPE কিট, মাস্ক, ভেন্টিলেটর, টেস্ট কিট সহ অন্যান্য সরঞ্জাম বাইরে থেকে আমদানি করতে হতো। আর আজ আমাদের দেশ ওইসব সরঞ্জাম তৈরির ব্যাপারে স্বানির্ভর হয়েছে। আমাদের মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন করোনার হাত থেকে মানবজাতিকে রক্ষা করতেও তৈরি।'


ভারতের করোনা টিকাকরণের ড্রাই রানের দ্বিতীয় পর্যায়ও শেষ হয়েছে। কিছুদিনের মধ্যেই হয়তো টিকাকরণ শুরু হয়ে যাবে। প্রবাসীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বলবেন, 'ভারতে তৈরি ২টি ভ্যাকসিনের জন্য অপেক্ষা করে রয়েছে গোটা বিশ্ব। শুধু তাই নয় ভারতের মতো এতবড় একটি দেশে করোনা ভ্য়াকসিনের টিকাকরণ কীভাবে করা হয় তাও দেখার জন্য উদগ্রীব দুনিয়া।'


আরও পড়ুন-নেতাজির জন্মবার্ষিকী উদযাপনে উচ্চ পর্যায়ের কমিটিতে বুদ্ধদেব ভট্টাচার্য, মিঠুন, সৌরভ


করোনা ভ্যাকসিনের পাশাপাশি সন্ত্রাস নিয়েও প্রবাসী ভারতীয়দের কাছে ভারতের অবস্থানের কথা স্পষ্ট করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সন্ত্রাস দমনে লড়াই করে চলেছে ভারত। এটা দেখে দুনিয়ার অন্যান্য দেশও উত্সাহ পাচ্ছে। দেশে সরকারি প্রকল্পগুলির টাকা নিয়ে তৃণমূল পর্যায়ে দুর্নীতি ঠেকাতে ভারত প্রযুক্তির আশ্রয় নিচ্ছে। কোটি কোটি মানুষকে সরকারি প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ভারতে যেভাবে গরিব মানুষের উন্নতিতে কাজ করা হচ্ছে তা বিশ্বের অন্যান্য দেশেও আলোচনা হচ্ছে।