বোফর্সের জমানা শেষ, নতুন কামান কেনার ছাড়পত্র কেন্দ্রীয় সরকারের
বোফর্সের পর ফের হালকা কামান কিনতে চলেছে ভারতীয় সেনা। শুক্রবার ভারতীয় সেনার পাঠানো ১৪৫টি মার্কিন এম৭৭৭ কামান কেনার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে মন্ত্রক। এজন্য মোট ৩ হাজার কোটি টাকা খরচ করবে ভারত। ফলে ২৭ বছর পর ভারতীয় সেনার অস্ত্রাগারে ফের আসতে চলেছে হালকা কামান।
বোফর্সের পর ফের হালকা কামান কিনতে চলেছে ভারতীয় সেনা। শুক্রবার ভারতীয় সেনার পাঠানো ১৪৫টি মার্কিন এম৭৭৭ কামান কেনার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে মন্ত্রক। এজন্য মোট ৩ হাজার কোটি টাকা খরচ করবে ভারত। ফলে ২৭ বছর পর ভারতীয় সেনার অস্ত্রাগারে ফের আসতে চলেছে হালকা কামান।
১৯৮০ সালে ইতালিয় সংস্থা বোফর্সের কাছ থেকে শেষবারের মতো কামান কিনেছিল ভারতীয় সেনা।
সেনাবাহিনীর অস্ত্রের অভাব আছে বলে জানিয়ে গত মাসেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন জেনারেল ভিকে সিং। তার পরই সেনাবাহিনীর কেনার প্রস্তাবে ছাড়পত্র দিল প্রতিরক্ষা মন্ত্রক।
১৫৫ মিলিমিটার ৩৯ ক্যালিবারের হালকা এম৭৭৭-এর গোলাগুলিকে বিমানে সহজে নিয়ে যাওয়া যায়। ফলে কামানগুলি সেনার অস্ত্রভাণ্ডারে এলে সেগুলিকে কাশ্মীরে চিন ও পাক সীমান্তে মোতায়েন করা হতে পারে বলে মনে করা হচ্ছে।