ভারত-পাক সীমান্তে উত্তেজনা কমার লক্ষ্মণ নেই

ভারত-পাক সীমান্তে উত্তেজনা কমার লক্ষ্মণ নেই। অব্যাহত পাক উস্কানি। পুঞ্চের পর এবার নওসেরা সেক্টরেও সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাক সেনা। বিনা প্ররোচনায় ওপার থেকে ছুটে এল গুলি। চুপ করে বসে না থেকে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। দুতরফের গোলাগুলিতে অবশ্য এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। কলসিয়া গ্রামের মানুষজনকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Updated By: Oct 4, 2016, 08:20 AM IST
ভারত-পাক সীমান্তে উত্তেজনা কমার লক্ষ্মণ নেই

ওয়েব ডেস্ক: ভারত-পাক সীমান্তে উত্তেজনা কমার লক্ষ্মণ নেই। অব্যাহত পাক উস্কানি। পুঞ্চের পর এবার নওসেরা সেক্টরেও সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাক সেনা। বিনা প্ররোচনায় ওপার থেকে ছুটে এল গুলি। চুপ করে বসে না থেকে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। দুতরফের গোলাগুলিতে অবশ্য এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। কলসিয়া গ্রামের মানুষজনকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন এবার বেলুনে হুমকি পোস্টার মোদীকে

গতকাল পাকিস্তানের বিদেশনীতি বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ দাবি করেন, সীমান্তে  উত্তেজনা  কমাতে দুদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কথা হয়েছে। কিন্তু সেটা যে কথার কথা, গত দুদিনে পাক সেনাবাহিনীর ৬ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন সেটাই বুঝিয়ে দিচ্ছে।

আরও পড়ুন  টেস্ট ক্রিকেটে দেশের মাটিতে ভারতীয় দলের আবারও রেকর্ড

.