ভারত-পাক বিদেশ সচিব পর্যায়ের বৈঠক নিয়ে আচমকাই সংশয়

ভারত-পাক বিদেশ সচিব পর্যায়ের বৈঠক নিয়ে আচমকাই সংশয় তৈরি হল। সংশয়ের কারণ দৈনিক ভাস্কর সংবাদপত্রকে দেওয়া অজিত ডোভালের একটি সাক্ষাত্‍কার। হিন্দি দৈনিকটির দাবি, ভারত পনেরোই জানুয়ারির বিদেশ সচিব পর্যায়ের বৈঠক বাতিল করেছে। সাক্ষাত্কারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তাদের একথা জানিয়েছেন। সঙ্গে এও বলেছেন, যতদিন পর্যন্ত না পাঠানকোটে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে  পাকিস্তান যথাযথ ব্যবস্থা নিচ্ছে এবং ভারত তাতে সন্তুষ্ট হচ্ছে ততদিন পর্যন্ত শান্তি আলোচনা চালানোর কোনও মানেই হয়না। অজিত ডোভাল নিজে অবশ্য দাবি করছেন এধরনের কোনও সাক্ষাত্‍কার দেওয়ার কথা তাঁর মনে নেই। জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে উদ্ধৃত করে অন্য একটি সংবাদমাধ্যম আবার জানিয়েছে, ইসলামাবাদ পাঠানকোট নিয়ে দৃঢ় কোনও পদক্ষেপ নিলে তবেই পাকিস্তানের সঙ্গে কথা বলবে ভারত।

Updated By: Jan 11, 2016, 09:39 AM IST
ভারত-পাক বিদেশ সচিব পর্যায়ের বৈঠক নিয়ে আচমকাই সংশয়

ওয়েব ডেস্ক: ভারত-পাক বিদেশ সচিব পর্যায়ের বৈঠক নিয়ে আচমকাই সংশয় তৈরি হল। সংশয়ের কারণ দৈনিক ভাস্কর সংবাদপত্রকে দেওয়া অজিত ডোভালের একটি সাক্ষাত্‍কার। হিন্দি দৈনিকটির দাবি, ভারত পনেরোই জানুয়ারির বিদেশ সচিব পর্যায়ের বৈঠক বাতিল করেছে। সাক্ষাত্কারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তাদের একথা জানিয়েছেন। সঙ্গে এও বলেছেন, যতদিন পর্যন্ত না পাঠানকোটে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে  পাকিস্তান যথাযথ ব্যবস্থা নিচ্ছে এবং ভারত তাতে সন্তুষ্ট হচ্ছে ততদিন পর্যন্ত শান্তি আলোচনা চালানোর কোনও মানেই হয়না। অজিত ডোভাল নিজে অবশ্য দাবি করছেন এধরনের কোনও সাক্ষাত্‍কার দেওয়ার কথা তাঁর মনে নেই। জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে উদ্ধৃত করে অন্য একটি সংবাদমাধ্যম আবার জানিয়েছে, ইসলামাবাদ পাঠানকোট নিয়ে দৃঢ় কোনও পদক্ষেপ নিলে তবেই পাকিস্তানের সঙ্গে কথা বলবে ভারত।

.