জম্মু কাশ্মীরে গুলির লড়াই, মৃত ১, আহত ২০
পাকিস্তানকে ভারতের চড়ম সতর্কতা স্বত্বেও সীমান্তে গুলির লড়াই চলছেই। গতরাতে ভারি গুলির লড়াইয়ে এক ৫৫ বছরের মহিলার মৃত্যু হয়েছে, আহত হয়ছেন ২০ জন। কিন্তু পাকিস্তানকে ভয় না পাওয়ার কথাই বলছে ভারতীয় সেনা।
শ্রীনগর: পাকিস্তানকে ভারতের চড়ম সতর্কতা স্বত্বেও সীমান্তে গুলির লড়াই চলছেই। গতরাতে ভারি গুলির লড়াইয়ে এক ৫৫ বছরের মহিলার মৃত্যু হয়েছে, আহত হয়ছেন ২০ জন। কিন্তু পাকিস্তানকে ভয় না পাওয়ার কথাই বলছে ভারতীয় সেনা।
পাকিস্তান হামলা বন্ধ না করলে কোনও রকম আলোচনায় যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ভারত। গুলির জবাব গুলিতেই দেওয়ার নির্দেশ এসেছে ওপর মহল থেকে। আন্তর্জাতিক সীমান্তে মঙ্গলবার রাত থেকেই ভারি গুলির লড়াই চলছে। আহতদের মধ্যে ৩ জন ভারতীয় সেনা জওয়ান। যদিও গতরাতে ফ্ল্যাগ মিটিংয়ের বারংবার আর্জির পরও পাকিস্তানকে কোনও জবাব দিতে চায়নি ভারত।
বিএসএফ সূত্রে খবর, তাঁদের ৬০ টি ক্যাম্প লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তানী রেঞ্জাররা। আরনিয়া ও আর এস পুরা সেক্টরে গুলির লড়াই চলছে এখনও।