'আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর না থাকলেও ভারত অতুলনীয়ই থাকবে': আমির খান
ওয়েব ডেস্ক:
"তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা।
নিজ হস্তে নির্দয় আঘাত করি, পিতঃ
ভারতের সেই স্ববর্গে কর জাগরিত।"- ২৫ নভেম্বর, ২০১৫ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির', এই কবিতা নিজের টুইটারে পোস্ট করে অসহিষ্ণু ইস্যুতে, নিজের অবস্থান ব্যক্ত করেছিলেন বলিউড তারকা আমির খান। 'ভারতে স্বর্গ জাগরিত' করতে এবার আমিরের আমিরি কাহন, "অতুলনীয় ভারত ( Incredible India)-এর বিজ্ঞাপনে মুখ (Brand Ambassador) থাকি আর নাই বা থাকি, ভারত অবিশ্বাস্যই থাকবে"।
— Aamir Khan (@aamir_khan) November 25, 2015
সম্প্রতি অসহিষ্ণু ইস্যুতে মুখ খুলে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা আমির খান। একটি সাক্ষাৎকারে আমিরের বক্তব্য ছিল, নিরাপত্তাহীনতায় কিরণ (আমির খানের স্ত্রী) ভারত ছাড়তে চাইছে। এরপর থেকেই আমির খানকে নিয়ে কড়া অবস্থান নেয় শাসক দল বিজেপি। আরএসএসের বিক্ষোভ থেকে Slap_amir নামের ওয়েবসাইট বানিয়ে আমিরকে নিয়ে চলে তির্যক ব্যাঙ্গ। প্রশ্ন উঠে শিল্পীর শৈল্পিকস্বত্বা নিয়েও। আমিরের বক্তব্য নিয়ে 'ভাগাভাগি' শুরু হয়ে যায় মুম্বইয়ের সিনেমা নগরীতেও। বিতর্ক আরও বাড়ে যখন শাহরুখ খানও জড়িয়ে পড়েন অসহিষ্ণুতা ইস্যুতে। পরিণামে শাহরুখ-কাজল জুটির বহু প্রতিক্ষিত সিনেমা দিলওয়ালে ব্যান্ড করে দেওয়া হয় বিভিন্ন হলে। মাল্টিপ্লেক্সও চলে ভাঙচুর। অবশ্য সিনেমার জন্যই হোক, কিংবা নিজের ভাবনায় বেগ এনেই ১৮০ ডিগ্রী ঘুরে যান কিং খান। কিন্তু বিতর্ক থামে না। অসহিষ্ণু ইস্যুতে আমিরের বক্তব্য আঘাত আনে দেশের জাতীয়তা বোধে, খবর প্রকাশিত হয় আমিরকে Incredible India-র বিজ্ঞাপন থেকে সরিয়ে নেওয়া হবে। তবে এই বিষয়ে সরাসরি মুখ খোলেননি আমির নিজেও। তবে ভারত যে তাঁর হৃদ মাঝার, তাই আরও একবার বুঝিয়ে দিলেন বলিউড তারকা।