IAF| MIG-29 | আগ্রায় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার মিগ-২৯, নিরাপদে পাইলট...
IAF| MIG-29 | এইভাবেই রুটিন সর্টির সময় ভেঙে পড়েছিল মিগ-২৯। মিগ-২৯কে বিমানে রাশিয়ার তৈরি কে-৩৬ডি-৩.৫ ইজেকশন সিট রয়েছে। এই পদ্ধতি বর্তমান সময়ে সর্বোত্তম বলে মনে করা হয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তরপ্রদেশের আগ্রার কাছে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার মিগ-২৯ যুদ্ধ বিমান। গত দু'মাসে এই নিয়ে দ্বিতীয়বার ঘটে দুর্ঘটনা। সেপ্টেম্বরে রাজস্থানে ভেঙে পড়েছিল যুদ্ধ বিমান এবার উত্তরপ্রদেশের আগরায় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার মিগ-২৯। দুর্ঘটনার আগেই সুরক্ষিতভাবে বিমান থেকে বেড়িয়ে আসতে সক্ষম হয়েছেন পাইলট। প্রাথমিক সূত্রে জানা যায়, যুদ্ধ বিমানটি পঞ্জাবের আদমপুর বায়ুসেনা ঘাটি থেকে উড়ান দিয়েছিল।
आगरा में सेना का विमान क्रैश: उड़ते वक्त आसमान में आग लगी, खेत में जलते हुए गिरा#AGRA #airforce #IndianArmy pic.twitter.com/rtjrYy3SY6
— Vikash Raj (@Ssrrkkaarr) November 4, 2024
এবং আগ্রার দিকে যাচ্ছিল। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণেই ঘটে এই বিপত্তি। যদিও সময় মতন বিমান বেড়িয়ে যেতে পারেন পাইলট। ঘটনায় কোনরকম হতাহতের খবর আসেনি। খোলা চাষের জমিতে গিয়ে পরে বিমানটি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমস্ত এলাকায়। মাঠের মধ্যেই জ্বলতে থাকে বিমানের ভাঙা টুকরো। নেটপাড়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
A MiG-29 aircraft of the IAF crashed near Agra during a routine training sortie today, after encountering a system malfunction. The pilot manoeuvered the aircraft to ensure no damage to life or property on ground, before ejecting safely.
An enquiry has been ordered by the IAF,…
— Indian Air Force (@IAF_MCC) November 4, 2024
ভারতীয় বায়ুসেনা তাদের অফিসিয়াল এক্স-হ্যান্ডেলে লেখে, "ভারতীয় বায়ুসেনার একটি মিগ-২৯ যুদ্ধ বিমান আগ্রার কাছে রুটিন মাফিক ট্রেনিং করছিল। তখনই যান্ত্রিক ত্রুটি দেখা যায়। যদিও পাইলট বেড়িয়ে আসার আগে। দক্ষতার সঙ্গে বিমানকে ফাঁকা জায়গার ওপর নিয়ে যায়। যাতে কোনরকম সাধারণ মানুষের ক্ষতি না হতে পারে। একটি তদন্তের মাধ্যমে সমস্যার খোঁজ করা হবে।"
উল্লেখ্য ২০২২ সালে এইভাবেই রুটিন সর্টির সময় ভেঙে পড়েছিল মিগ-২৯। মিগ-২৯কে বিমানে রাশিয়ার তৈরি কে-৩৬ডি-৩.৫ ইজেকশন সিট রয়েছে। এই পদ্ধতি বর্তমান সময়ে সর্বোত্তম বলে মনে করা হয়। ইজেকশন হ্যান্ডেল টানা হলে প্রথমে পাইলটের পিছনের সিট এবং তারপরে পাইলটের সিট ইজেকট হয়। ২০২০ সালের নভেম্বর মাসে এমনই একটি দুর্ঘটনা ঘটে। সেখানেও দুর্ঘটনার কবলে পড়ে মিগ-২৯কে বিমান। এই ঘটনায় এক ফাইটার পাইলটের মৃত্যু হয়। যদিও অপর পাইলটকে দুর্ঘটনার একটু পরেই উদ্ধার করা হয়। কিন্তু কমান্ডার নিশান্ত সিং-এর মৃতদেহ উদ্ধার হয় দুর্ঘটনার ১১ দিন পরে।