শ্রীনগরে জঙ্গি হানায় যে ভারতীয় সেনা জাওয়ান শহিদ হলেন

গত শুক্রবার শ্রীনগর ফের রক্তস্নাত হয়েছিল ভারতীয় সেনা জাওয়ানের রক্তে। সেই শহিদ সেনা জাওয়ান ভারতের গর্ব, সিপাহী সুদেশ কুমারের কফিন বন্দী দেহ নিয়ে আসা হল রাজৌরিতে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দিয়ে বিদায় জানানো হল শহিদ সেনা জাওয়ান সুদেশ কুমারকে। 

Updated By: Oct 17, 2016, 06:11 PM IST
শ্রীনগরে জঙ্গি হানায় যে ভারতীয় সেনা জাওয়ান শহিদ হলেন

ওয়েব ডেস্ক: গত শুক্রবার শ্রীনগর ফের রক্তস্নাত হয়েছিল ভারতীয় সেনা জাওয়ানের রক্তে। সেই শহিদ সেনা জাওয়ান ভারতের গর্ব, সিপাহী সুদেশ কুমারের কফিন বন্দী দেহ নিয়ে আসা হল রাজৌরিতে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দিয়ে বিদায় জানানো হল শহিদ সেনা জাওয়ান সুদেশ কুমারকে। 

 

 

আরও পড়ুন- শ্রীনগরে ফের জঙ্গিহানা SSB কনভয়ের উপর, মৃত ১ জওয়ান 

.