ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি, জানাল আইএমএফ

নির্মলা সীতারামনও জানিয়েছেন, অর্থনীতিতে আশার আলো আসছে।

Updated By: Dec 4, 2020, 02:28 PM IST
ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি, জানাল আইএমএফ

নিজস্ব প্রতিবেদন: ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড  বৃহস্পতিবার ভারতের অর্থনীতি নিয়ে তাদের পর্যবেক্ষণ ব্যক্ত করল। ভারতীয় অর্থনীতি করোনা ভাইরাস অতিমারীর কারণে ভায়াবহ ভাবে বিধ্বস্ত হয়েছে। তবে এখন তা আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে সেটাই মত তাদের। সেপ্টেম্বর নাগাদ এ দেশের অর্থনীতি ও জিডিপি গ্রোথ যেরকম ছিল সেই প্রেক্ষিতে ভারত এই দু'মাসে অনেকটাই উন্নতি করেছে। আইএমএফের মুখপাত্র গেরি রাইস এরকমই জানিয়েছেন সাংবাদিকদের। 

রাজস্ব, ব্যবসা, কৃষি সমস্তই অর্থনীতিকে পুষ্ট করবে। আর অর্থনীতি পুষ্ট হলেই দেশের উন্নতি ঘটবে। করোনাজনিত অচলাবস্থা কেটে যাবে।

আইএমএফ কমিটির সঙ্গে যে ভিডিয়ো কনফারেন্স হয়েছে, তাতে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, অর্থনীতির ঘুরে দাঁড়ানোর লক্ষণ হিসেবে যে ভি-শেপেড প্যাটার্ন দেখা যায়, সেটা আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। 

আরও পড়ুন:  আর কয়েক সপ্তাহের মধ্যেই দেশে আসছে ভ্যাকসিন: মোদী

.