প্রবীণ নাগরিকদের পর অন্যান্য সুবিধাপ্রাপ্তদেরও ভাড়ায় ছাড় ত্যাগ করতে বলছে রেল

ভর্তুকির বোঝা কম করার ক্ষেত্রে আরও এক কদম বাড়াতে চলেছে ভারতীয় রেল।

Updated By: Apr 21, 2018, 09:38 PM IST
প্রবীণ নাগরিকদের পর অন্যান্য সুবিধাপ্রাপ্তদেরও ভাড়ায় ছাড় ত্যাগ করতে বলছে রেল

নিজস্ব প্রতিবেদন: ভর্তুকির বোঝা কম করার ক্ষেত্রে আরও এক কদম বাড়াতে চলেছে ভারতীয় রেল।

প্রবীণ নাগরিকদের ভাড়ায় ছাড়ের সুবিধা না নেওয়ার আহ্বান জানিয়েছিল রেল। এবার ভাড়া ছাড়ের সুবিধা না নেওয়া জন্য ‘গিভ ইট আপ’ স্কিম চালু করা হচ্ছে সব শ্রেণির ‌যাত্রীদের জন্যই।

আরও পড়ুন-'আদালতকে অবমাননা করা হচ্ছে', কমিশনের বিরুদ্ধে ফের হাইকোর্টে বিজেপি

উল্লেখ্য, প্রবীণ নাগরিকরা ভাড়ায় ‌যে ছাড় পেতেন তা ত্যাগ করার জন্য রেল চালু করেছিল গিভ ইট আপ প্রকল্প। এতে সাড়া দিয়ে দেশের ১৯ লক্ষেরও বেশি প্রবীণ ‌যাত্রী ভাড়া ছাড়ের সুবিধে নেননি। এর ফলে ২০১৭ সালের ২২ জুলাই থেকে ২০১৮ সালের ৩১ মার্চ প‌র্যন্ত রেলের সাশ্রয় হয়েছে ৩৩ হাজার কোটি টাকা। এবার ওই প্রকল্প চালু করার ভাবনা শুরু হয়েছে অন্যান্য ক্ষেত্রেও।

আরও পড়ুন-জুনের শেষে চিন সফরে যাচ্ছেন মমতা

মোট ৫৩টি ক্ষেত্রে ভাড়ায় ছাড় দেয় ভারতীয় রেল। পড়ুয়া, শহিদ জওয়ানের স্ত্রী, থালাসেমিয়া, ক্যান্সার রোগী, শারীরিক প্রতিবন্ধীরা রয়েছেন সেই তালিকায়। ওই বিপুল সংখ্যক ‌যাত্রীদের ভাড়ায় ভতুর্কি দিতে সরকারের খরচ হয় ৩৩ হাজার কোটি টাকা। রেল মন্ত্রক সূত্রে খবর, সিনিয়র ‌যাত্রীদের উদাহরণ দেখিয়ে ‌যাত্রীভাড়ায় ছাড়প্রাপ্ত সব ‌যাত্রীদের ভাড়ায় ছাড় ছেড়ে দেওয়ার আহ্বান জানাতে চলেছে রেল।

.