লাদাখে কয়েকজন জওয়ানকে আটক করে চিন! সংবাদমাধ্যমের খবর উড়িয়ে দিল সেনা
লাদাখে ভারতীয় জওয়ানদের আটক করার খবর অস্বীকার করল ভারতীয় সেনাবাহিনী।
নিজস্ব প্রতিবেদন: লাদাখে ভারতীয় জওয়ানদের আটক করার খবর অস্বীকার করল ভারতীয় সেনাবাহিনী।
আরও পড়ুন-আমফান বিপর্যয়: বিদ্যুতের দাবিতে জনতা-পুলিস খণ্ডযুদ্ধ আক্রায়, বাইকে আগুন, পাল্টা লাঠিচার্জ
সেনার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, চিন-ভারত সীমানায় কোনও ভারতীয় জওয়ানকেই আটক করা হয়নি। এই খবর অস্বীকার করছে সেনা। কোনও সংবাদমাধ্যম যখন এধরনের খবর প্রকাশ করে তা দেশের মনোবল ক্ষুন্ন করে।
There has been no detention of Indian soldiers at the China border. We categorically deny this. It only hurts national interests when media outlets publish unsubstantiated news: Indian Army spokesperson Colonel Aman Anand pic.twitter.com/1xx3UhYF0i
— ANI (@ANI) May 24, 2020
কী হয়েছিল আসলে?
এক সর্বভারতীয় টিভি চ্যানেলের ওয়াবসাইটে লেখা হয়েছে, গত বুধবার ভারত-তীব্বত সীমানায় লাদাখের প্যাঙ্গন লেকের কাছে ভারতীয় ও চিন সেনার মধ্যে হালকা হাতাহাতি হয়। তারপর ইন্দো টিবিটান বর্ডার পুলিসের কয়েকজন জওয়ানকে আটক করে চিনা সেনা। বিষয়টি প্রধানমন্ত্রীর অফিসকেও জানানো হয়।
আরও পড়ুন-আমফানে তছনছ শহর-জেলা, পরিস্থিতি মোকাবিলায় পথে নামল সেনাবাহিনী
ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দুদেশের কমান্ডারদের মধ্য বৈঠকের পর বিষয়টি মিটে যায়। ভারতীয় জওয়ানদের কিছুক্ষণের মধ্যেই ছেড়েও দেওয়া হয়। ওই সংবাদমাধ্যমের দাবি, ভারত-তীব্বত সীমান্তে চিনা সেনার গতিবিধির ব্যাপারে নিয়মিত খোঁজ নিচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।