পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তানে গম রফতানিতে সফল হল নয়াদিল্লি

পাকিস্তানকে এড়িয়ে ভারতের গম পৌঁছল আফগানিস্তানে

Updated By: Nov 11, 2017, 09:51 PM IST
পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তানে গম রফতানিতে সফল হল নয়াদিল্লি

নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তানে পৌঁছে গেল ভারতের গম। গত ২৯ অক্টোবর গমভর্তি জাহাজকে সবুজ পতাকা দেখিয়ে দুই দেশের বাণিজ্যের নয়া সূচনা করেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও আফগানিস্তানের বিদেশমন্ত্রীর সালাউদ্দিন রব্বানি। সেই গম ইরানের চাবাহার বন্দরের মাধ্যমে আফগানিস্তানের জারাঞ্জ শহরে পৌঁছে গিয়েছে।  

আফগানিস্তানে ভারতের রাষ্ট্রদূত মনপ্রীত বোহরা ট্যুইট করেছেন, ''প্রথম ভারতীয় গমের জাহাজ জারাঞ্জে পৌঁছল। নাচ, গানের মাধ্যমে অভিবাদন জানালেন আফগানরা।'' সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আফগান প্রেসিডেন্ট আসরাফ গনি ও ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানির কাট আউটও দেখা গিয়েছে বলে জানিয়েছেন বোহরা।  

 

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ অংশীদার ভারত। আফগানিস্তানে গম পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল নয়াদিল্লি। সেই প্রতিশ্রুতি মেনেই ১.১ মিলিয়ন টন গম পাঠানো হয়েছে। গতবছর মে মাসে চাবাহার বন্দরকে করিডর হিসেবে ব্যবহার করার জন্য ত্রিপাক্ষিক চুক্তি করেছে ভারত। তাতে স্বাক্ষর করেছিলেন নরেন্দ্র মোদী,আসরাফ গনি ও  হাসান রৌহানি। এর ফলে পাকিস্তানকে এড়িয়েই আফগানিস্তান ও ইরানের সঙ্গে জলপথে বাণিজ্য করতে পারবে ভারত। সেই পথের প্রথম ধাপ পার করল ৩ দেশ। 

আরও পড়ুন, কলকাতার পথে ভারতে ঢুকেছিল রোহিঙ্গা, ধরা পড়ল ৭ বছর পর

.