ইতিহাস তৈরি করে ভারতের আকাশ সুরক্ষায় দেশের 'তিন কন্যা'

এ যেন এক ঐতিহাসিক ঘটনা। ভারতের ইতিহাসে এই প্রথম বায়ুসেনাতে নিযুক্ত করা হল মহিলা পাইলট। আজই সরকারি ভাবে ওই তিন পাইলট কাজে যোগ দিচ্ছেন।

Updated By: Jun 18, 2016, 10:11 AM IST
ইতিহাস তৈরি করে ভারতের আকাশ সুরক্ষায় দেশের 'তিন কন্যা'

ওয়েব ডেস্ক : এ যেন এক ঐতিহাসিক ঘটনা। ভারতের ইতিহাসে এই প্রথম বায়ুসেনাতে নিযুক্ত করা হল মহিলা পাইলট। আজই সরকারি ভাবে ওই তিন পাইলট কাজে যোগ দিচ্ছেন।

ভাবনা কান্ত, মোহনা সিং ও অবনী চতুর্বেদী হায়দরাবাদের ডুংডিগল বায়ুসেনা অ্যাকাডেমি থেকে পাশ করেছেন। এরপরই ঠিক করা হয় তাঁদের ভারতীয় বায়ুসেনার অঙ্গ হিসেবে নিযুক্ত করা হবে। শুধু নিযুক্তই নয়, সরাসরি যুদ্ধবিমান চালাবেন তাঁরা।

আজ হায়দরাবাদ বায়ুসেনা ছাউনিতে ২৯ জন মহিলা সহ ১২৯ জনকে স্নাতক ডিগ্রি প্রদান করবে ডুংডিগল বায়ুসেনা অ্যাকাডেমি। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর।

বয়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে তাঁরা সুপারসোনিক ফাইটার জেট চালাবেন। সেই সঙ্গে কর্নাটকে চলবে তাঁদের স্টেজ-থ্রি'র ট্রেনিং।

.