শিনা হত্যা রহস্য: আজ বান্দ্রা আদালতে ফের পেশ করা হবে ইন্দ্রাণী, সঞ্জীব ও শ্যাম রাইকে

আজ ফের বান্দ্রা আদালতে পেশ করা হবে ইন্দ্রাণী মুখার্জি, সঞ্জীব খান্না ও শ্যাম রাইকে। শিনাকাণ্ডের জট কাটাতে আরও জেরার প্রয়োজনে তিন ধৃতকে ফের হেফাজতে চাইতে পারে পুলিস। তবে আর পুলিস হেফাজতে নাও পেতে পারেন রাকেশ মারিয়ারা। 

Updated By: Sep 7, 2015, 10:07 AM IST
শিনা হত্যা রহস্য: আজ বান্দ্রা আদালতে ফের পেশ করা হবে ইন্দ্রাণী, সঞ্জীব ও শ্যাম রাইকে

ব্যুরো: আজ ফের বান্দ্রা আদালতে পেশ করা হবে ইন্দ্রাণী মুখার্জি, সঞ্জীব খান্না ও শ্যাম রাইকে। শিনাকাণ্ডের জট কাটাতে আরও জেরার প্রয়োজনে তিন ধৃতকে ফের হেফাজতে চাইতে পারে পুলিস। তবে আর পুলিস হেফাজতে নাও পেতে পারেন রাকেশ মারিয়ারা। 

গতকাল শিনা খুনে মিসিং লিঙ্কের খোঁজে ইন্দ্রাণীকে সঙ্গে নিয়ে পিটারের ওরলির বাড়িতে যায় পুলিস। ইন্দ্রাণীকে নিয়ে পাঁচতলা ফ্ল্যাটে তল্লাসি চালান গোয়েন্দারা। সূত্রের খবর ওই ফ্ল্যাটের অনেক জায়গায় নথি রয়েছে যার হদিস শুধু ইন্দ্রাণীই জানেন। সেইসব নথি পেতেই ইন্দ্রাণীকে রবিবার পিটারের বাড়ি নিয়ে যায়। বাড়িটির গ্যারাজেও পুলিসকে নিয়ে য়ান ইন্দ্রাণী। দুহাজার বারোর চব্বিশ এপ্রিল শিনাকে খুন করার পর তাঁর দেহ সেই গ্যারাজেই গাড়ির ভিতরে রাখা ছিল। 

.