রামদেবের পতঞ্জলি আত্তা নুডলস পোকাদের 'বাসর ঘর'
ফের বিতর্কে স্বামী রামদেব। কোনও রাজনৈতিক তর্জমা নয়, বিতর্কের কেন্দ্রবিন্দু এবার নুডলস। নয়া দিল্লিতে পতঞ্জলি আত্তার প্যাকেট থেকে মিলল পোকা। একটা দুটো নয়, পতঞ্জলির এই নুডলসের অনেক গুলি প্যাকেট খুললেই দেখা মিলেছে পোকাদের 'সুখের সংসারের'। নুডলসের প্যাচের মধ্যেই বাসা বেঁধেছে পোকারা। রীতিমত জাঁকিয়ে বসেছে পোকাদের সংসার। নিউজ এইটটিনের প্রতিবেদন অনুযায়ী, নয়া দিল্লির নরওয়ানার স্বদেশী স্টোরের পতঞ্জলি নুডলসে মিলেছে পোকা।
ওয়েব ডেস্ক: ফের বিতর্কে স্বামী রামদেব। কোনও রাজনৈতিক তর্জমা নয়, বিতর্কের কেন্দ্রবিন্দু এবার নুডলস। নয়া দিল্লিতে পতঞ্জলি আত্তার প্যাকেট থেকে মিলল পোকা। একটা দুটো নয়, পতঞ্জলির এই নুডলসের অনেক গুলি প্যাকেট খুললেই দেখা মিলেছে পোকাদের 'সুখের সংসারের'। নুডলসের প্যাচের মধ্যেই বাসা বেঁধেছে পোকারা। রীতিমত জাঁকিয়ে বসেছে পোকাদের সংসার। নিউজ এইটটিনের প্রতিবেদন অনুযায়ী, নয়া দিল্লির নরওয়ানার স্বদেশী স্টোরের পতঞ্জলি নুডলসে মিলেছে পোকা।
যে ব্যাক্তি ঐ নুডলসটি কিনেছিলেন তিনি পতঞ্জলির বিরুদ্ধে মামলা করবেন বলেও দাবি করা হয়েছে নিউজ এইটটিনের প্রতিবেদনে।
উল্লেখ্য, ম্যাগি কাণ্ডে যখন সারা দেশ তোলাপাড়, বিভিন্ন রাজ্যে ব্যান করা হচ্ছে ম্যাহি নুডলস, স্বামী রামদেব তখন বাজারে নিয়ে আসেন আত্তা নুডলস। প্রথম কয়েকমাস ভাল চলার পরই পোকা বিতর্কে পতঞ্জলি।