Canning: পেট্রোলের ড্রাম খুলছিলেন যুবক; মুখে ছিল জ্বলন্ত বিড়ি, ভয়ংকর ঘটনা ক্যানিংয়ে...

Canning: আগুন দেখে স্থানীয়রা দৌড়ে আসেন। ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে কোনওরকমে দম্পতিকে উদ্ধার করে। চিকিৎসার জন্য তড়িঘড়ি তাদের ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান

Updated By: Nov 16, 2024, 05:10 PM IST
Canning: পেট্রোলের ড্রাম খুলছিলেন যুবক; মুখে ছিল জ্বলন্ত বিড়ি, ভয়ংকর ঘটনা ক্যানিংয়ে...

প্রসেনজিত্ সর্দার: জ্বলন্ত বিড়ি আর পেট্রোলের সংযোগে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে জখম হলেন এক দম্পতি। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানার মৌখালি কুঁড়েভাঙা এলাকায়। গুরুতর জখম দম্পতি বর্তমানে আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালের বার্ণওয়ার্ডে চিকিৎসাধীন।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন-বিরাট ধাক্কা দাউদ ইব্রাহিমের! সম্পর্ক ভাঙল ডি কোম্পানি প্রধানের

জানা গিয়েছে কুঁড়েভাঙার বাসিন্দা বাপি মিস্ত্রী গাছ কাটার কাজ করেন। এদিন গাছ কাটার কাজ করছিলেন। গাছকাটার যন্ত্রের তেল ফুরিয়ে যায়। এরপর ইঞ্জিনে পেট্রোল ভরার জন্য মুখের মধ্যে বিড়ি ধরিয়ে পেট্রোলের ড্রাম খুলতেই মুহূর্তের মধ্যে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। জ্বলন্ত আগুনের শিখায় স্বামীকে পুড়তে দেখে উদ্ধার করতে দৌড়ে আসেন স্ত্রী রীণা মিস্ত্রী। তিনিও আগুনে পুড়ে জখম হন।

আগুন দেখে স্থানীয়রা দৌড়ে আসেন। ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে কোনওরকমে দম্পতিকে উদ্ধার করে। চিকিৎসার জন্য তড়িঘড়ি তাদের ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালের বার্ণওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ওই দম্পতি।

ঘটনা প্রসঙ্গে জখম বাপি মিস্ত্রী জানিয়েছেন, জ্বলন্ত বিড়ি মুখের মধ্যে ছিল। সেই সময় পেট্রোলের ড্রাম খুলেছিলাম। অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আমার স্ত্রী আমাকে উদ্ধার করতে আসলে সেও পুড়ে যায়। বিড়ি থেকে যে এমন ভয়াবহ ঘটনা ঘটবে বুঝতে পারিনি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.