কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে ৬,০০০ টাকা, ঘোষণা পীযূষের

প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনার ঘোষণা করলেন অর্থমন্ত্রী। 

Updated By: Feb 1, 2019, 11:59 AM IST
কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে ৬,০০০ টাকা, ঘোষণা পীযূষের

নিজস্ব প্রতিবেদন: লোকসভা ভোটের আগে দেশেক কৃষকদের মন জেতার চেষ্টা করলেন নরেন্দ্র মোদী। অন্তর্বর্তী বাজেটে প্রতিবছর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬০০০ টাকা পাঠানোর ঘোষণা করলেন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল।

পীযূষ গোয়েল ঘোষণা করেন, প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনায় ২ হেক্টরের কম জমি রয়েছে এমন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতিবছর ৬০০০ টাকা করে দেবে সরকার। তিনটি কিস্তিতে এই টাকা পাঠানো হবে।

পীযূষ গোয়েলের দাবি, সরকারের এই পদক্ষেপের ফলে উপকৃত হবেন ১২ কোটি ছোট ও প্রান্তিক কৃষক। এজন্য বরাদ্দ ধরা হয়েছে ৭৫,০০০ কোটি টাকা। 

শুধু তাই নয়, খরা, বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্য ঋণ পুনর্গঠিত করার পরিবর্তে ২ শতাংশ ছাড় পাবেন। আর নির্ধারিত সময়ে ঋণ শোধ করলে আরও ৩ শতাংশ ছাড় পাবেন কৃষকরা।

লোকসভা ভোটের আগে কৃষি ঋণ মকুবের দাবিতে সুর চড়িয়েছেন রাহুল গান্ধী। কৃষি ঋণ মকুবের প্রতিশ্রুতি দিয়ে তিনটি রাজ্যে ক্ষমতায় এসেছে কংগ্রেস। লোকসভা ভোটের প্রচারেও কৃষি ঋণকে হাতিয়ার করতে চলেছেন কংগ্রেস সভাপতি। তবে সরাসরি কৃষি ঋণ মকুবের পথে হাঁটলেন না পীযূষ গোয়েল।

আরও পড়ুন-

.