আতঙ্কের অবসান, দেশে ফিরে এলেন ইরাকে অপহৃত ৪৬ জন ভারতীয় নার্স

অবশেষে আতঙ্কের অবসান। এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দেশে ফিরে এলেন ইরাকে অপহৃত ৪৬ জন ভারতীয় নার্স। পিটিআই সূত্রে জানা গেছে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান ওই ৪৬ নার্স ও আরও ১৩৭ জনকে নিয়ে মুম্বই থেকে কেরালার দিকে রওনা দিয়েছে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান।

Updated By: Jul 5, 2014, 11:08 AM IST

অবশেষে আতঙ্কের অবসান। এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দেশে ফিরে এলেন ইরাকে অপহৃত ৪৬ জন ভারতীয় নার্স। পিটিআই সূত্রে জানা গেছে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান ওই ৪৬ নার্স ও আরও ১৩৭ জনকে নিয়ে মুম্বই থেকে কেরালার দিকে রওনা দিয়েছে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান।

গতকাল আইসিস এর সুন্নি জঙ্গিরা অপহৃত এই ৪৬ জন নার্সকে মুক্তি দিয়েছিল।

অবশেষে ইরাকে জঙ্গি কবল থেকে মুক্ত ছেচল্লিশজন ভারতীয় নার্স। গত কয়েকদিন ইরাকের তিকরিত শহরে তাঁদের আটকে রাখা হয়েছিল। ওই নার্সদের ভারতে ফিরিয়ে আনতে শুক্রবার ইরাকের এরবিল বিমানবন্দরে বিশেষ বিমান পাঠায় ভারত। দিল্লি থেকে বিশেষ বিমানে এরবিল উড়ে গেছেন কেন্দ্রীয় ও কেরল সরকারের দুই প্রতিনিধি। জঙ্গিকবল থেকে মুক্ত নার্সদেরও কাল নিয়ে যাওয়া হয় এরবিল বিমানবন্দরে।

বৃহস্পতিবার আইসিস জঙ্গিরা আটকে রাখা ভারতীয় নার্সদের তিকরিত থেকে মসুল শহরে নিয়ে যায়।

.