বাংলাদেশের পর কেরল, ঘনাচ্ছে আইএস আতঙ্ক!
বাংলাদেশের পর কেরল। ঘনাচ্ছে আইএস আতঙ্ক। কেরল থেকে মধ্যপ্রাচ্যে ধর্মীয় বিষয় নিয়ে পড়াশোনা করতে গিয়ে নিখোঁজ ১৫জন তরুণ-তরুণী। পরিবারের আশঙ্কা, আইএসে যোগ দিয়েছেন তাঁরা। হোয়াটঅ্যাপে মেসেজ করে তেমনটাই দাবি করেছেন নিখোঁজরাও। ঘটনার তদন্ত শুরু করেছে কেরল সরকার। জাল ছড়াচ্ছে IS। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নিখোঁজ ১৫০ যুবক। অধিকাংশই আইএসে যোগ দিয়েছে, সন্দেহ সেদেশের তদন্তকারীদের। দিনকয়েক আগে হায়দারাবাদে ধরা পড়েছে আইএস মডিউল। এবার রেডারে দক্ষিণের আরেক রাজ্য কেরালা। কেরালার কাসারগড় ও পালাক্কড় থেকে মধ্যপ্রাচ্যে পড়াশোনা করতে গিয়ে নিখোঁজ ১৫জন তরুণ-তরুণী।
Updated By: Jul 9, 2016, 08:54 PM IST
